LIVE UPDATES: মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন, বিজেপি সরকার গড়ার চেষ্টা করছে, জানালেন নারায়ণ রানে
LIVE
Background
মুম্বই: মহারাষ্ট্রে কোন দল সরকার গড়বে এখনও পরিষ্কার নয়। শিবসেনা এনসিপি-কংগ্রেসের সমর্থনে সরকার গড়ার চেষ্টা করলেও এখনও সমর্থনের চিঠি জোগাড় করতে পারেনি। তাদের বেশি সময় দিতে নারাজ রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি এনসিপিকে সরকার গড়তে ডাক দিয়েছেন। তাদের সময়সীমা আজ রাত সাড়ে আটটা।
রাজ্য রাজনীতিতে কার্যত কোণঠাসা হয়ে পড়া বিজেপি এই মূহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখছে। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গতকাল কোর গ্রুপের বৈঠক ডাকে তারা। বরিষ্ঠ নেতা সুধীর মুঙ্গান্তিবার জানিয়েছেন, অবস্থা বুঝে তাঁরা ব্যবস্থা নেবেন। অন্যদিকে দুই শরিক কংগ্রেস ও এনসিপি শিবসেনার সাহায্যে অবিজেপি সরকার গঠন করা যায় কিনা তা নিয়ে আজ বৈঠকে বসছে। তবে মহারাষ্ট্রে অচলাবস্থা ১৮ দিনে পড়লেও কংগ্রেস তড়িঘড়ি করে কোনও পদক্ষেপ করার পক্ষপাতী নয়। কারণ বহু নেতারই মত, শিবসেনা আদর্শগতভাবে বরাবর তাদের প্রতিদ্বন্দ্বী, ক্ষমতা দখলের জন্য তাদের সঙ্গে হাত মেলালে আখেরে পস্তাতে হবে। তাই এই মুহূর্তে তারা বিষয়টি নিয়ে এনসিপির সঙ্গে আরও আলোচনার পক্ষপাতী।
শিবসেনা আবার গতকালই দাবি করেছিল, বিজেপিকে বাদ দিয়ে মহারাষ্ট্রে সরকার গড়তে এনসিপি-কংগ্রেস সমর্থন পেয়ে গিয়েছে তারা। কিন্তু সমর্থনের চিঠি জোগাড় করতে পারেনি। রাজ্যপালের কাছে তারা আরও ৩ দিন সময় চায় কিন্তু তিনি সেই অনুরোধ খারিজ করে দেন। এখন তিনি এনসিপিকে ডেকেছেন সরকার গড়ার জন্য, সময়সীমা আজ রাত সাড়ে আটটা। এনসিপি রাজ্য সভাপতি জয়ন্ত পাটিল বলেছেন, কংগ্রেসের সঙ্গে আলোচনা সেরে রাত সাড়ে আটটার মধ্যে রাজ্যপালের কাছে যাবেন তাঁরা।