এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রে তিন জেলার নগর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে সাফল্য কংগ্রেস-এনসিপি-শিবসেনার
মহারাষ্ট্রে তিন জেলার নগর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে ধাক্কা খেল বিজেপি। রাজ্যে ক্ষমতাসীন জোট সরকারের তিন শরিক এনসিপি, কংগ্রেস ও শিবসেনা সাফল্য পেয়েছে এই নির্বাচনে। রত্নগিরির লাঞ্জা নগর পঞ্চায়েত, নাগপুরের কানহান পিপারি নগর পরিষদ ও চন্দ্রপুরের গড়চন্দর নগর পরিষদের মোট ৫১ আসনের মধ্যে শিবসেনা ১৭, কংগ্রেস ১৪ এবং এনসিপি চার আসনে জিতেছে। বিজেপি জিতেছে মোট ১১ আসনে।
মুম্বই: মহারাষ্ট্রে তিন জেলার নগর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে ধাক্কা খেল বিজেপি। রাজ্যে ক্ষমতাসীন জোট সরকারের তিন শরিক এনসিপি, কংগ্রেস ও শিবসেনা সাফল্য পেয়েছে এই নির্বাচনে। রত্নগিরির লাঞ্জা নগর পঞ্চায়েত, নাগপুরের কানহান পিপারি নগর পরিষদ ও চন্দ্রপুরের গড়চন্দর নগর পরিষদের মোট ৫১ আসনের মধ্যে শিবসেনা ১৭, কংগ্রেস ১৪ এবং এনসিপি চার আসনে জিতেছে। বিজেপি জিতেছে মোট ১১ আসনে।
তিনটি স্থানীয় সংস্থারই সদস্য সংখ্যা ১৭ করে।লাঞ্জাতে শিবসেনা নয়টি আসন জিতেছে এবং সভাপতির পদও দখল করেছে। বিজেপি তিন, কংগ্রেস দুই ও নির্দল প্রার্থীরা তিন আসনে জয়ী হয়েছে।
কানহান পিপারিতে বিজেপি ছয়, কংগ্রেস সাত , শিবসেনা তিন আসনে জয়ী হয়েছে। সভাপতির পদ এখানেও গিয়েছে শিবসেনার পক্ষে।
গড়চন্দরে কংগ্রেস ও উদ্ধব ঠাকরের দল পাঁচটি করে, এনসিপি চার, বিজেপি দুই এবং নির্দল একটি আসনে জয়ী হয়েছে।এখানে সভাপতি পদ দখল করেছে কংগ্রেস।
এই আসনগুলিতে ভোট গ্রহণ করা হয়েছিল ৯ জানুয়ারি। পরের দিন ফলাফল ঘোষণা করা হয়। তেলেগাঁও ধাভাড়ে, ভুসওয়াল, নান্দুরা, কলমেশ্বর নগর পরিষদের একটি করে মোট চারটি আসনে উপনির্বাচনও হয় গত বৃহস্পতিবার।
নাগপুরের কলমেশ্বরে জিতেছে বিজেপি, কংগ্রেস নান্দুরায় (বুলধানা), ভুসাওয়াল (জলগাঁও)-এ এনসিপি জয়ী হয়েছে। তেলেগাঁও ধাভাড়ের উপনির্বাচনে জয়ী নির্দল।
ছয়টি পুরসভার প্রত্যেকটির একটি করে আসনের উপনির্বাচনেও একই ধরনের প্রবণতা দেখা গিয়েছে। নাসিকে একটি করে আসনে জয়ী হয়েছে এনসিপি ও শিবসেনা, মালেগাওঁয়ে একটি আসনে জয়ী জেডি(এল)। নাগপুর ও পানভেলে জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেস জিতেছে লাতুর ও শিবসেনা জিতেছে মুম্বইয়ে।
নান্দুবার, ধুলে, ওয়াসিম, আকোলা, নাগপুর ও পালঘরেও জেলা পরিষদের ভোটে বিজেপিকে ধাক্কা খেতে হয়েছে। তারা নাগপুরে হেরেছে। তবে ধুলে জেলা পরিষদে জিতেছে। অন্যান্য স্থানে ভালো ফল করেছে কংগ্রেস ও বঞ্চিত বহুজন আঘাড়ি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement