এক্সপ্লোর
স্ত্রীকে খুঁজে দেওয়ার দাবিতে পাঁচ ঘণ্টা হাই টেনশন টাওয়ারের মাথায়, গ্রেফতার

নয়াদিল্লি: নিখোঁজ স্ত্রীকে খুঁজে বের করে দিতে হবে! এই দাবিতে ফিরোজাবাদের আসাফাবাদ বিদ্যুত্ কেন্দ্রের কাছে হাই টেনশন (৩৩ হাজার কেভি ফিডার) টাওয়ারে উঠে গেলেন এক ব্যক্তি! ৪০ বছরের রাম প্রসাদের স্ত্রী ঝগড়া করে দিন কুড়ি আগে তাঁকে ছেড়ে কোথাও চলে গিয়েছেন। চারটি সন্তান দম্পতির। স্ত্রীকে খুঁজে দেওয়ার দাবিতে জলের বোতল, বিস্কুটের প্যাকেট সঙ্গে নিয়ে তাঁকে টাওয়ারে চড়তে দেখে গুঞ্জন ছড়িয়ে পড়ে এলাকায়। প্রায় ৫ ঘণ্টায় টাওয়ারের মাথায় কাটানোর পর দাবি পূরণ হওয়ার নয় বুঝতে পেরে নিজেই নেমে আসেন তিনি। গ্রেফতার করা হয় রাম প্রসাদকে। তবে যতক্ষণ টাওয়ারের মাথায় বসেছিলেন, আচমকা কী কখন কী করে বসেন, এই ভয়ে ততক্ষণ চরম উত্কণ্ঠায় কেটেছে প্রশাসনের। ছুটে আসেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। তাঁকে বোঝানোর চেষ্টা হয়। তবে কিছুতেই কথা শুনছিলেন না রাম প্রসাদ। তিনি অনড়। ওপর থেকে এক টুকরো কাগজ নীচে ছুঁড়ে দেন। তাতে লেখা ছিল তাঁর দাবি---স্ত্রী খুঁজে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। শেষ পর্যন্ত তাঁকে বুঝিয়ে রাজি করেন এক অফিসার। প্রশাসনের এক কর্তা বলেন, রাম প্রসাদের অভিযোগ, স্ত্রী চলে যাওয়ার পর থেকে এজন্য তাঁকে দায়ী করে হেনস্থা করছে শ্বশুরবাড়ির লোকজন। নিয়ম অনুসারে স্ত্রী চলে যাওয়ার ব্যাপারে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তবে রাম প্রসাদ টাওয়ারের মাথায় উঠে বসায় আশপাশের গ্রামে বিদ্যুত্ সংযোগ বন্ধ হয়ে যায়। এহেন আচরণের জন্য তাঁকে গ্রেফতার করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















