রাজস্থান, উত্তরপ্রদেশে মেয়েকে ‘ধর্ষণ’, গ্রেফতার বাবা
কোটা ও বুলন্দশহর: যার ঔরসে এই পৃথিবীতে আসা, সেই বাবাই লুণ্ঠন করল মেয়ের আব্রু। রাজস্থান ও উত্তরপ্রদেশে দুটি পৃথক ঘটনায় বাবার হাতে ‘ধর্ষিত’ হতে হল মেয়েকে।
রাজস্থানের ঝালোয়ারে সাত বছরের মেয়েকে বারংবার ধর্ষণ করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। বালিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত।
খবরে প্রকাশ, মেয়েটি স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেত। কিন্তু, সম্প্রতি, সে যাওয়া বন্ধ করে দেওয়ায় সেখানকার এক কর্মী গতকাল মেয়েটির বাড়ি যান।
তিনি জানতে পারেন, প্রতি সপ্তাহে অন্তত চিন-চারবার বাবা নিজের মেয়েকে ধর্ষণ করে। জানা গিয়েছে, তার জন্মের দুমাস পরই মারা গিয়েছিল মা। বাড়িতে রয়েছেন ঠাকুমা, কিন্তু চোখে দেখতে পান না।
এই ঘৃন্য ঘটনা জানতে পেরে শিশু কল্যাণ কমিটির সঙ্গে যোগাযোগ করেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরে, কমিটির সদস্যরা তার কাউন্সেলিং করে। মেয়েটির বয়ান নথিভুক্ত করা হয়। তার ভিত্তিতে মহিলা থানায় অভিযোগ দায়ের হয়। ঝালোয়ারের ডিএসপি ছগন সিংহ রাঠৌর জানান, গতকাল পেশায় শ্রমিক বাবাকে গ্রেফতার করা হয়।
উত্তরপ্রদেশের মতো একইভাবে কিশোরী মেয়ের ওপর নারকীয় অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, বুলন্দশহরের ভোপুর গ্রামে গত বুধবার নিজের ১৭ বছরের মেয়েকে ‘ধর্ষণ’ করে তারই বাবা। পুলিশ জানিয়েছ, ঘটনাক সময় বাড়িতে ছিলেন না নির্যাতিতার মা।
কিশোরী তার বয়ানে জানিয়েছে, বাবা তাকে মাদক মেশানো দুধ খেতে দেয়। আচ্ছন্ন হয়ে পড়লে অভিযুক্ত তার ওপর পাশবিক অত্যাচার চালায়। মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।