এক্সপ্লোর
এমসিডি: দিল্লিবাসীকে কৃতজ্ঞতা মোদীর, নেতিবাচক রাজনীতি খারিজ, বললেন অমিত শাহ

নয়াদিল্লি: ট্যুইট করে দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী। দিল্লি পুরভোটে বিজেপির জয়জয়কার। ধরাশায়ী আমআদমি পার্টি, কংগ্রেস। একের পর এক ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের জয়ের খবর ঘোষণায় প্রধানমন্ত্রী ট্যুইট করেন, বিজেপিকে ভরসা করায় দিল্লির মানুষের প্রতি কৃতজ্ঞ। এমসিডি ভোটে মসৃণ জয় সম্ভব হওয়ায় দিল্লির বিজেপি নেতা-কর্মীদের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করছি।
Grateful to the people of Delhi for the faith in BJP. I laud the hardwork of team @BJP4Delhi which made the resounding MCD win possible.
— Narendra Modi (@narendramodi) April 26, 2017
মোদীর পাশাপাশি কলকাতা সফরে ব্যস্ত অমিত শাহও দিল্লির সাফল্যের জন্য রাজধানীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এটা মোদীর নেতৃত্বের জয় বলে দাবি করেন। বিজেপি সভাপতি সাংবাদিক সম্মেলনে বলেন, বিজেপির কাছে এটা অভূতপূর্ব জয়। দিল্লির মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা মোদীজীর নেতৃত্বের জয়। দিল্লির জনতা নেতিবাচক ও অজুহাত দেওয়ার রাজনীতি প্রত্যাখ্যান করে মোদীর বিজয়রথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলেন। মোদীজীর নেতৃত্বের স্বীকৃতি এটা। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















