এক্সপ্লোর
মোদী সরকারের দু’বছর পূর্তি উপলক্ষ্যে বিজ্ঞাপনে ব্যয় ৩৫ কোটি টাকা

মুম্বই: এ বছর মে-তে দু’বছর পূর্তি হল মোদী সরকারের। দু’বছরের সাফল্য উদযাপন করতে খবরের কাগজ, বৈদ্যুতিন মাধ্যমে বিস্তর বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই বিজ্ঞাপনের জন্য কত খরচ হয়েছিল তা জানার জন্য আবেদন জানিয়েছিলেন আরটিআই কর্মী অনিল গলগলি। তাঁর আবেদনের ভিত্তিতে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে বিজ্ঞাপন সংক্রান্ত সংস্থা ডিএভিপি(ডিরেক্টরেট অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড ভিস্যুয়াল পাবলিসিটি)। সংস্থার পাবলিক ইনফরমেশন অফিসার রূপা বেদীর দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ মে মোদী সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে দেশের সর্বাধিক বিক্রিত সংবাদপত্রগুলিতে বিজ্ঞাপন দিয়েছিল কেন্দ্র। আঞ্চলিক ভাষার সংবাদ পত্র সহ দেশের ১১,২৩৬ টি সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিজ্ঞাপনের জন্য ৩৫.৫৮ কোটি টাকা ব্যয় করেছে মোদী সরকার। ওই আরটিআই আবেদনকারী ডিএভিপি-র কাছে মনমোহন সিংহ সরকারের দু’বছর পূর্তির সময় কত ব্যয় হয়েছিল তার হিসেবও জানতে চান। ডিএভিপি জানিয়েছে, মনমোহন সরকার বিজ্ঞাপন উপলক্ষ্যে এমন কিছু খরচ করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠিও লিখেছেন গলগলি। তাঁর আর্জি, মোদীর বিদেশ সফরের খরচ যেমন ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়, সেরকম এই হিসেবগুলোও মানুষকে জানানো হোক। তিনি বলেন, মোদী সরকার যদি অপ্রয়োজনীয় খরচ কমাতে পারে, তা অবশ্যই ভালো দিক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















