আইসিজে-তে ভাণ্ডারীর পুনর্নির্বাচন: সুষমাকে অভিনন্দন প্রধানমন্ত্রী, অমিত শাহের
নয়াদিল্লি: ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ভারতীয় বিচারপতি দলবীর ভাণ্ডারীর পুনর্নির্বাচনে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ।
এদিন টুইটারে মোদী লেখেন, আন্তর্জাতিক ন্যায় আদালতে ভারতের পুনর্নির্বাচনের জন্য অক্লান্ত পরিশ্রম করায় সুষমা স্বরাজ ও বিদেশমন্ত্রকে তাঁর গোটা টিম এবং কূটনৈতিক মিশনগুলিকে অভিনন্দন। একইসঙ্গে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, ভারতকে সমর্থন করা ও ভরসা রাখার জন্য ইউএনজিএ ও ইউএনএসসি সদস্যদের প্রতি আমরা কৃতজ্ঞ। আইসিজে-তে পুনর্নির্বাচিত হওয়ার জন্য বিচারপতি ভাণ্ডারীকে অভিনন্দন জানান প্রধামনন্ত্রী। লেখেন, তাঁর পুনর্নির্বাচন আমাদের কাছে গর্বের মুহূর্ত।
https://twitter.com/narendramodi/status/932831272929345536 https://twitter.com/narendramodi/status/932831404840202240ভাণ্ডারীর নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী মোদী ও বিদেশমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বলেন, এই জয় ভারতীয় কূটনীতির বিশাল জয়। ভাণ্ডারীকে অভিনন্দন জানাতে গিয়ে শাহ টুইটারে লেখেন, মোদী সরকারের প্রত্যেক পদক্ষেপ ও প্রয়াসে আমরা দৃঢ় ও সিদ্ধান্ত নিতে সক্ষম নেতৃত্ব প্রত্যক্ষ করছি। এই বিশাল কূটনৈতিক জয়ের জন্য আমি প্রধানমন্ত্রী মোদী ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রশংসা করছি। তিনি যোগ করেন, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারের কূটনৈতিক সাফল্যের প্রতিফলন।
https://twitter.com/AmitShah/status/932848205464608769 https://twitter.com/AmitShah/status/932848407856660480আইসিজে-তে পুনর্নির্বাচিত হওয়ার জন্য ভাণ্ডারী ও বিদেশমন্ত্রকের কর্মকর্তাদের অভিনন্দন জানান সুষমা স্বরাজও। টুইটারে লেখেন, বন্দে মাতরম। আন্তর্জাতিক ন্যায় আদালতে ভারতের জয় হল। আইসিজে-র বিচারক হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার জন্য বিচারপতি ভাণ্ডারীকে অভিনন্দন। বিদেশমন্ত্রকের টিমের দারুণ একটা প্রয়াস। বিশেষ করে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সঈদ আকবরউদ্দিনের নাম বলতেই হবে।
https://twitter.com/SushmaSwaraj/status/932716771685134338 https://twitter.com/SushmaSwaraj/status/932824701331701760প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ পূর্ণ সমর্থন করায় এদিন আন্তর্জাতিক ন্যায় আদালতে পুনর্নির্বাচিত হন বিচারপতি ভাণ্ডারী। মূলত, দুই সভা সমর্থন করায় শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হন ব্রিটেনের প্রতিনিধি। মূলত, পাঁচ বিচারপতির মধ্যে চারজন নির্বাচিত হলেও, শেষ জায়গার জন্য টক্কর ছিল ভাণ্ডারী ও ব্রিটেনের ক্রিস্টোফার গ্রিনউডের মধ্যে। কিন্তু, রাষ্ট্রপুঞ্জ পঞ্চম বিচারকের নাম ঘোষণা না করতে পারায় শেষে ভোটাভুটি হয়। ৭০ বছরের ভাণ্ডারী ইউএনজিএ-তে ১৮৩-১৯৩ ভোট পান। অর্থাৎ এখানে তিনি ১০ ভোটে পিছিয়ে ছিলেন। তবে, নিরাপত্তা পরিষদের সবকটি (১৫) ভোট পেয়ে বাজিমাত করেন ভারতীয় প্রতিনিধি।
https://twitter.com/AkbaruddinIndia/status/932716504000401408