এক্সপ্লোর
Advertisement
মোদী আঙ্কল্, প্লিজ আমার বাবাকে খুঁজে দাও: চিঠি নিখোঁজ বায়ুসেনা জওয়ানের মেয়ের
নয়াদিল্লি: আদ্যা, দিল্লির জনকপুরীর কেন্দ্রীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে ছোট্ট আদ্যা। একটাই আর্জি, বাবাকে খুঁজে দিতে হবে।
২০০৪-এ পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি থেকে নিখোঁজ হয়ে যায় আদ্যার বাবা, বায়ুসেনার জওয়ান সঞ্জয় কুমার ঝা।
টিভি দেখে আদ্যা জেনেছে, প্রধানমন্ত্রীর কাছে বাচ্চারা চিঠি পাঠালে, তিনি তার উত্তর দেন। তাই এক বুক আশা নিয়ে ছোট্ট হাতে চিঠি লিখেছে আদ্যা। একটাই অনুরোধ, বাবাকে খুঁজে দিতে হবে। আদ্যা লিখেছে, মোদী আঙ্কল, আমি জানিনা, সিঁদূর পরার সময় কেন আমার মায়ের চোখ জলে ভরে যায়। আমি কখনও আমার দিদাকে হাসতে দেখিনি। দাদাজি যেন ভাবতেই ভুলে গেছে। খুব কম কথা বলে। আমার কাকা, কাকিমা বাবার খোঁজে অনেক জায়গায় চিঠি পত্র লেখে। খোঁজ খবর করে। তাই, এইকারণেই চিঠি লেখার সিদ্ধান্ত নিই। মোদী আঙ্কল্, আমিও আমার বাবার সঙ্গে খেলতে চাই, যেমন আমার বন্ধু রানি খেলে। আমি আমার কাকাকে এই চিঠি দিলাম। সেই পৌঁছে দেবে। এরকমই প্রচুর উত্তর না পাওয়া প্রশ্ন নিয়ে মোদীকে চিঠি লেখে আদ্যা।
কিন্তু কী হয়েছিল আদ্যার বাবার? ১৯৯৭ সালে ভারতীয় বায়ুসেনায় যোগদান করেন আদ্যার বাবা। ২০০৪-এ পাঠানকোট বিমানঘাঁটিতে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে পোস্টিং হয় তাঁর। সেই বছরই নভেম্বর মাসে হঠাতই আশ্চর্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। তদন্ত হলেও ১২ বছরে সন্ধান মেলেনি তাঁর। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন আদ্যার মা। তিনি জানিয়েছেন, সরকারের থেকে ৭,৮৭৫ টাকা পেনশন পান তিনি। তাতে সংসার চলে না। মেয়ের লেখাপড়া, বাড়িভাড়া দেওয়ার পর কিছুই অবশিষ্ট থাকে না। কীভাবে বেশিদিন এভাবে চালাবেন, তাও বুঝে উঠতে পারছেন না তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement