এক্সপ্লোর
মথুরায় মন্দিরে নমাজ পাঠ, চার ব্যক্তির নামে এফআইআর, দিল্লি থেকে গ্রেফতার এক অভিযুক্ত
উত্তরপ্রদেশের মথুরায় একটি মন্দিরে নমাজ পড়ার অভিযোগে চার জন মুসলিম ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর।ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরায় নন্দগাঁও এলাকার নন্দ বাবা মন্দিরের। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে তিন ব্যক্তি এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেছেন। তার ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে।
![মথুরায় মন্দিরে নমাজ পাঠ, চার ব্যক্তির নামে এফআইআর, দিল্লি থেকে গ্রেফতার এক অভিযুক্ত muslim youth arrested in delhi who prayer in mathura temple মথুরায় মন্দিরে নমাজ পাঠ, চার ব্যক্তির নামে এফআইআর, দিল্লি থেকে গ্রেফতার এক অভিযুক্ত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/03014430/Untitled-6.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের মথুরায় একটি মন্দিরে নমাজ পড়ার অভিযোগে চার জন মুসলিম ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর।ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরায় নন্দগাঁও এলাকার নন্দ বাবা মন্দিরের। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে তিন ব্যক্তি এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেছেন। তার ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হওয়ায় ওই মন্দির সংলগ্ন এলাকায় পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে।
এফআইআরে বলা হয়েছে, ‘চার জন অভিযুক্ত দিল্লির একটি সংগঠন ‘খুদাই খিদমতগার -এর সদস্য। গত ২৯ অক্টোবর তাঁরা বিনা অনুমতিতে নন্দগাঁও এলাকার ওই মন্দিরে নমাজ পড়েছেন। এর ফলে হিন্দুদের অনুভূতিতে আঘাত লেগেছে। আমাদের আশঙ্কা এই ধরনের ছবির অপব্যবহার করা হতে পারে। এই ঘটনার পিছনে বিদেশ থেকে অর্থ সাহায্য করা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখতে উচিত। আমাদের অনুমান, সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর জন্যই এই কাজ করা হয়েছে।‘
জানা গিয়েছে, গত ২৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টা নাগাদ ফইজল খান ও চাঁদ মহম্মদ নামে দুই ব্যক্তির নমাজ পড়ার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন অলোক রতন ও নীলেশ গুপ্তা নামে দুই ব্যক্তি। শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত রবিবার রাতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুকেশ গোস্বামী, শিবহরি গোস্বামী ও কানহা নামে তিন জনের অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর দায়ের করা হয়।
এরইমধ্যে এক অভিযুক্ত ফয়জল খানকে পুলিশ গ্রেফতার করেছে। দিল্লি পুলিশ ও মথুরা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। উত্তরপ্রদেশের মুখ্যসচিব অবনীশ অবস্থি এ কথা জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)