এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রে মোদি-শাহর চক্রান্ত ব্যর্থ হয়েছে, দাবি সনিয়ার, জানালেন, শপথ অনুষ্ঠানে যোগদানের বিষয়টি এখনও ঠিক হয়নি
কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে নিশানা করলেন সনিয়া গাঁধী। মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপি-র জোট সরকারে সামিল হয়েছে কংগ্রেস। মহারাষ্ট্রের সরকার গঠন সংক্রান্ত ঘটনা নিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি দাবি করেছেন, এক্ষেত্রে মোদি ও শাহর চক্রান্ত ব্যর্থ হয়েছে।
নয়াদিল্লি: কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে নিশানা করলেন সনিয়া গাঁধী। মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপি-র জোট সরকারে সামিল হয়েছে কংগ্রেস। মহারাষ্ট্রের সরকার গঠন সংক্রান্ত ঘটনা নিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি দাবি করেছেন, এক্ষেত্রে মোদি ও শাহর চক্রান্ত ব্যর্থ হয়েছে।
আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন উদ্ধব ঠাকরে। সনিয়া বলেছেন, শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর যোগদানের বিষয়টি এখনও ঠিক হয়নি।
কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সনিয়া বলেছেন, মহারাষ্ট্রে বিজেপি অনৈতিকভাবে সরকার গড়তে চেয়েছিল। কিন্তু মোদি-শাহর এই চক্রান্ত ব্যর্থ হয়েছে। বৈঠকে সনিয়া দাবি করেন, কংগ্রেসের ভবিষ্যত উজ্জ্বল।
উদ্ধবের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন কিনা, এই প্রশ্নের উত্তরে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী বলেছেন, এক্ষেত্রে কিছুটা সাসপেন্স রাখতে দিন।
আজ সন্ধে ছয়টা ৪০ মিনিটে মহারাষ্ট্রের ১৮ তম মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন উদ্ধব। শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য সনিয়া, রাহুল ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরে গতকাল দিল্লিতে এসে তাঁদের আমন্ত্রণ জানান। উল্লেখ্য, বিজেপির সঙ্গে জোট ভেঙে যাওয়ার পর শিবসেনা কংগ্রেস ও এনসিপি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement