এক্সপ্লোর
Advertisement
১ জুলাই থেকে বিমানে বিদেশে গেলে লাগবে না ডিপার্চার কার্ড
নয়াদিল্লি: আগামী ১ জুলাই থেকে বিমানে চড়ে বিদেশে যেতে হলে ভারতীয়দের আর ডিপার্চার কার্ড পূরণ করতে হবে না। তবে রেল, জাহাজ বা স্থলপথে বিদেশে যেতে হলে এমবারকেশন কার্ড পূরণ করতে হবে। আজ স্বরাষ্ট্র মন্ত্রক এই নির্দেশিকা জারি করেছে। দেশের বাইরে যাওয়ার সময় নাগরিকদের যাতে কোনওরকম সমস্যায় না পড়তে হয় সেটা নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
এতদিন ডিপার্চার কার্ডে নাম, জন্মের তারিখ, পাসপোর্ট নম্বর, ভারতে ঠিকানা, ফ্লাইট নম্বর এবং বোর্ডিং ডেট লিখতে হত। এই তথ্যগুলি অন্য সূত্র থেকে সহজেই পাওয়া যায়। সেই কারণেই ডিপার্চার কার্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এর ফলে যাত্রীরা অভিবাসন সংক্রান্ত নিয়ম-কানুন সম্পূর্ণ করার জন্য বেশি সময় পাবেন। বিমানবন্দর কর্তৃপক্ষেরও সুবিধা হবে।
গত বছর যাত্রীদের সুবিধার্থে ইন্ডিয়ান কাস্টমস ডিক্লারেশন ফর্ম বাতিল করে দিয়েছে শুল্ক বিভাগ। কলকাতা, দিল্লি, মুম্বই, কোচিন, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আমদাবাদের মতো বিমানবন্দরগুলিতে দেশীয় উড়ানের যাত্রীদের হ্যান্ড ব্যাগেজে ট্যাগ বা স্ট্যাম্প মারা বন্ধ করে দিয়েছে সিআইএসএফ। এবার ডিপার্চার কার্ডও বাতিল হয়ে যাচ্ছে। ফলে যাত্রীদের সুবিধা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement