এক্সপ্লোর
Advertisement
১৬ তারিখ থেকে রোজ বদলাবে পেট্রোল, ডিজেলের দাম
নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজার এবং মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে এ মাসের ১৬ তারিখ থেকে রোজ বদল হবে পেট্রোল, ডিজেলের দামের। আজ এমনই জানিয়ে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সারা দেশে ৫৮ হাজার পেট্রোল পাম্প রয়েছে। বিভিন্ন শহরে এবং পেট্রোল পাম্পে আলাদা দাম হবে। কারণ, প্রতিটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা পেট্রোল ও ডিজেলের আলাদা দাম নির্ধারণ করে। ফলে সামান্য হেরফের হয়।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিংহ বলেছেন, ‘আমরা এক পরিবর্তনশীল দাম নির্ধারণ ব্যবস্থা চালু করার পথে চলেছি। এখন ১৪ দিন অন্তর পেট্রোল ও ডিজেলের দাম বদল করা হয়। এরপর থেকে রোজ দাম বদল হবে।’ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকেও একই মত প্রকাশ করা হয়েছে।
তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পক্ষ থেকে আলাদা বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এ বছরের ১ মে থেকে রাজস্থানের উদয়পুর, ঝাড়খণ্ডের জামশেদপুর, পুদুচেরি, চণ্ডীগড় এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রোজ পেট্রোল ও ডিজেলের দাম বদল করা শুরু হয়েছে। তাতে সাফল্য পাওয়া গিয়েছে। সেই কারণে এবার সারা দেশেই রোজ পেট্রোল ও ডিজেলের দাম বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement