‘ত্রিপুরার দিকে তাকান অন্য রাজ্যের বিজেপি কর্মীরা’, কেন বললেন মোদি?
বিধানসভার পর এবার ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েতেও একচ্ছত্র একাধিপত্য কায়েম করল শাসক দল। রাজ্যের ৯০ শতাংশ আসনেই জয়ী বিজেপি।

নয়াদিল্লি: বিধানসভার পর এবার ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েতেও একচ্ছত্র আধিপত্য কায়েম করল শাসক দল। রাজ্যের ৯০ শতাংশ আসনেই জয়ী বিজেপি। ৮৫ শতাংশ আসনে ভোট হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে গেরুয়া শিবির। বাকি ১৫ শতাংশ আসনে যেখানে যেখানে নির্বাচন হয়েছে তার সিংহভাগ ক্ষেত্রেই বিজয় কেতন উড়িয়েছে পদ্ম শিবির। এই জয়ের পর ত্রিপুরার বিজেপি নেতাকর্মীদের অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে বিজেপি-র ওপর আস্থা এবং আশীর্বাদ বর্ষণের জন্য ত্রিপুরাবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। নরেন্দ্র মোদির ট্যুইট, “বিজেপির উন্নয়নের রাজনীতিই এই বিপুল জয়ের একমাত্র কারণ”।
মাইক্রো ব্লগিং সাইটে নরেন্দ্র মোদি লেখেন, “ভারতীয় জনতা পার্টির ওপর ত্রিপুরাবাসীর আস্থা অটুট। পঞ্চায়েত ভোটে বিজেপিকে আশীর্বাদ করার জন্য ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। ত্রিপুরার গ্রামীণ উন্নয়ন জনজীবনে প্রভাব ফেলেছে।”
Tripura’s faith in @BJP4India remains unwavering!
I thank the people of the state for blessing the party in the Panchayat Elections across the state. The transformative work in Tripura’s rural areas is positively impacting many lives. Kudos to the local unit for the hardwork! https://t.co/miki9OKf53 — Narendra Modi (@narendramodi) August 2, 2019
I would urge @BJP4India Karyakartas from other states to interact with Karyakartas from Tripura. The Party’s repeated successes in the state demonstrate the power of development politics and democratic temperament. It also shows that with the right effort, everything is possible.
— Narendra Modi (@narendramodi) August 2, 2019
একই সঙ্গে নরেন্দ্র মোদি তাঁর দলের অন্যান্য রাজ্যের নেতাকর্মীদের ত্রিপুরার দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলার আর্জি জানান। উন্নয়নমূলক রাজনীতি এবং গণতান্ত্রিক পরিবেশই ত্রিপুরায় দলের একের পর এক সাফল্য এনে দিয়েছে, ট্যুইট নরেন্দ্র মোদির।






















