PM Narendra Modi Speech: লকডাউন উঠলেও ভাইরাস কিন্তু যায়নি,উৎসবে সুরক্ষার কথা আগে ভাবতে হবে, বললেন প্রধানমন্ত্রী
আজ সন্ধে ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। নিজেই এ কথা ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী কোন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ট্যুইটে তিনি লিখেছেন, আজ সন্ধে ছয়টায় দেশবাসীর উদ্দেশে বার্তা দেব।
LIVE

Background
নয়াদিল্লি: আজ সন্ধে ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। নিজেই এ কথা ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী কোন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ট্যুইটে তিনি লিখেছেন, আজ সন্ধে ছয়টায় দেশবাসীর উদ্দেশে বার্তা দেব।
[tw]https://twitter.com/narendramodi/status/1318455079368855552[/tw]
করোনা আবহে উৎসবের মরশুমের মুখে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে কী বার্তা দেন, তা নিয়ে আগ্রহ তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী কোনও ঘোষণা করবেন কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত কোনও খবর শোনা যেতে পারে প্রধানমন্ত্রীর ভাষণে। আবার কারুর কারুর অনুমান, তাঁর এই বার্তা ভারত ও চিনের মধ্যে চলতি উত্তেজনাকে ঘিরে হতে পারে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
