এক্সপ্লোর
নয়া সভাপতি কোকজি, বিশ্বহিন্দু পরিষদ ছাড়লেন তোগাড়িয়া, মঙ্গলবার থেকে অনশনের ঘোষণা
![নয়া সভাপতি কোকজি, বিশ্বহিন্দু পরিষদ ছাড়লেন তোগাড়িয়া, মঙ্গলবার থেকে অনশনের ঘোষণা Pravin Togadia quits VHP, to sit on indefinite fast from April 17 after VS Kokje becomes new VHP President নয়া সভাপতি কোকজি, বিশ্বহিন্দু পরিষদ ছাড়লেন তোগাড়িয়া, মঙ্গলবার থেকে অনশনের ঘোষণা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/04/14210339/index.php_.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গুরুগ্রাম: আজ বিশ্বহিন্দু পরিষদের নয়া সভাপতি নির্বাচিত হলেন হিমাচল প্রদেশের প্রাক্তন রাজ্যপাল বিষ্ণু সদাশিব কোকজি। তিনি প্রবীণ তোগাড়িয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাঘব রেড্ডির স্থলাভিষিক্ত হচ্ছেন। পাঁচ দশক পরে এই প্রথম ভোটের মাধ্যমে বিশ্বহিন্দু পরিষদের সভাপতি নির্বাচন হল। কোকজি পেয়েছেন ১৩১টি ভোট এবং রেড্ডি পান মাত্র ৬০টি ভোট।
ভোটের ফল প্রকাশিত হওয়ার পরেই এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন তোগাড়িয়া। তাঁর দাবি, তাঁকে সরিয়ে দেওয়ার জন্যই ভোটের ব্যবস্থা করা হয়। অযোধ্যায় রামমন্দির তৈরি করার জন্য আইন না করা নিয়েও মোদী সরকারকে তোপ দাগেন তোগাড়িয়া। পরে তিনি সাংবাদিক বৈঠকে বিশ্বহিন্দু পরিষদ ছাড়ার কথা ঘোষণা করেন। হিন্দুদের অধিকারের জন্য লড়াই, কাশ্মীরি পণ্ডিতদের জন্য পুনর্বাসন এবং কৃষকদের অধিকারের জন্য মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করার কথাও ঘোষণা করেছেন তোগাড়িয়া। তিনি নতুন দল গঠন করবেন কি না, সে বিষয়ে অবশ্য কিছু বলেননি।
কিছুদিন আগেই তোগাড়িয়া অভিযোগ করেন, তাঁকে হেনস্থা করার জন্য গুজরাত পুলিশের সঙ্গে ষড়যন্ত্র করেছেন মোদী। ক্রাইম ব্র্যাঞ্চ ও রাজস্থান পুলিশ তাঁকে হত্যার চক্রান্ত করছে বলেও দাবি করেন তোগাড়িয়া। এবার তিনি ক্ষমতা হারিয়ে বিশ্বহিন্দু পরিষদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)