এক্সপ্লোর
কংগ্রেস কর্মীদের সাহায্য এগিয়ে আসার আর্জি, আটকে পড়া শ্রমিকদের নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের, ট্যুইট প্রিয়ঙ্কারও
করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা হয়েছে। বন্ধ বাস, ট্রেন চলাচল। এই অবস্থায় দেশের বড়বড় শহরগুলি থেকে কাজ হারানো শ্রমিকরা আটকে পড়েছেন।

নয়াদিল্লি: করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা হয়েছে। বন্ধ বাস, ট্রেন চলাচল। এই অবস্থায় দেশের বড়বড় শহরগুলি থেকে কাজ হারানো শ্রমিকরা আটকে পড়েছেন। তাঁদের অনেকেই পায়ে হেঁটে যে যাঁর গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন। এই শ্রমিকদের পরিস্থিতি নিয়ে ট্যুইটে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। একইসঙ্গে কেন্দ্রকে নিশানা করেছেন তিনি। ট্যুইটের সঙ্গে উত্তরপ্রদেশের সীমানা সংলগ্ন কিছু এলাকায় ওই শ্রমিকদের ভিড় জমানোর দুটি ছবিও যুক্ত করেছেন তিনি। রাহুল বলেছেন, এই ভয়াবহ পরিস্থিতির দায় সরকারের। নাগরিকদের এমন পরিস্থিতিতে ফেলে দেওয়াটা একটা অপরাধ। এই সংকটের পরিস্থিতিতে আমাদের ভাই-বোনের ন্যূনতম মর্যাদা ও আশ্রয় তো পাওয়া উচিত। বড় কোনও বিপদ যাতে না ঘটে সেজন্য সরকারের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। রাহুল আরও বলেছেন, আজ আমাদের শয়ে শয়ে ভাইবোনেদের ক্ষুদার্ত-তৃষ্ণার্ত পরিবারকে সঙ্গে নিয়ে নিজেদের গ্রামে হেঁটে ফিরতে হচ্ছে। তাঁদের জন্য যতটা সম্ভব খাদ্য-জল ও আশ্রয়ের ব্যবস্থা করতে কংগ্রেসের নেতা ও কর্মীদের কাছে আর্জি জানাচ্ছি। এ ব্যাপারে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, আটকে পড়া শ্রমিকদের তাঁদের গ্রামে পৌঁছে দিতে ১০০০ বাসের বন্দোবস্ত করা হচ্ছে। এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেছেন, ওই শ্রমিকদের খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। গাজিপুরে পৌঁছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, উত্তরপ্রদেশ সরকার বাসের বন্দোবস্ত না করা পর্যন্ত ওই শ্রমিকদের থাকার জন্য স্থানীয় স্কুলগুলি রাতের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। উত্তরপ্রদেশ সরকারের দাবি, আটকে পড়া শ্রমিকদের নিখরচায় বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু বাড়িতে ফেরানোর আগে তাঁদের করোনাভাইরাস সংক্রমণ রয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখা হবে। পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীও। তিনি বলেছেন, হাজার হাজার এই পরিযায়ী শ্রমিকদের এভাবে অসহায় অবস্থার মধ্যে ছেড়ে দেওয়া যেতে পারে? পুরুষদের সঙ্গে প্রচুর মহিলা ও শিশুও পূর্ব উত্তরপ্রদেশ ও বিহারের দিকে পাায়ে হেঁটে রওনা দিয়েছেন। ইউরোপ থেকে নাগরিকদের ফেরানোর জন্য বিমান পাঠাই। কিন্তু এই গরিবদের জন্য পরিবহণের ব্যবস্থা করা হচ্ছে না কেন?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















