এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
বিজেপিতে একমাত্র আপনারই কিছুটা সাহস আছে, রাফাল কেলেঙ্কারি ও অনিল অম্বানি, কৃষকদের দুর্দশা, প্রতিষ্ঠানগুলির ধ্বংস, কর্মসংস্থান নিয়েও বলুন! রাহুলের ট্যুইট, আপনার সার্টিফিকেট চাই না! পাল্টা গডকরী
![বিজেপিতে একমাত্র আপনারই কিছুটা সাহস আছে, রাফাল কেলেঙ্কারি ও অনিল অম্বানি, কৃষকদের দুর্দশা, প্রতিষ্ঠানগুলির ধ্বংস, কর্মসংস্থান নিয়েও বলুন! রাহুলের ট্যুইট, আপনার সার্টিফিকেট চাই না! পাল্টা গডকরী Rahul says Gadkari only one in BJP with some guts, seeks answers on Rafale, jobs, the latter also hits back বিজেপিতে একমাত্র আপনারই কিছুটা সাহস আছে, রাফাল কেলেঙ্কারি ও অনিল অম্বানি, কৃষকদের দুর্দশা, প্রতিষ্ঠানগুলির ধ্বংস, কর্মসংস্থান নিয়েও বলুন! রাহুলের ট্যুইট, আপনার সার্টিফিকেট চাই না! পাল্টা গডকরী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/08/06072631/rahul-gadkari.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ট্যুইট করে নিতিন গডকরীর প্রশংসা রাহুল গাঁধীর। ‘নিজের ঘরের ভালমন্দ যে ভাবে না, দেশ চালানোর সাধ্য তার নেই’, কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যকে স্বাগত জানালেন কংগ্রেস সভাপতি। দলীয় কর্মীদের প্রথমে নিজেদের পারিবারিক দায়দায়িত্ব পালন করা উচিত, যারা তা করতে পারে না, তারা দেশের স্বার্থও পূরণ করতে পারে না, গত শনিবার নাগপুরে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির প্রাক্তন কর্মীদের সামনে ভাষণে গডকরীর এহেন মন্তব্য সম্বলিত এক রিপোর্টের উল্লেখ করেন রাহুল। ট্যুইট করেন, গডকরীজী, অভিনন্দন। বিজেপিতে একমাত্র আপনারই কিছুটা সাহস আছে। অনুগ্রহ করে রাফাল কেলেঙ্কারি ও অনিল অম্বানি, কৃষকদের দুর্দশা, প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা নিয়েও কথা বলুন। গডকরীর মন্তব্যের রিপোর্টটিও ট্যাগ করেন।
Oops, Gadkari Ji.
Huge apology. I forgot the most important one....
JOBS! JOBS! JOBS! JOBS! https://t.co/SfOLiCUoyg
— Rahul Gandhi (@RahulGandhi) February 4, 2019
পরে আবার তিনি ট্যুইট করেন, উপস, গডকরীজি। ক্ষমা চাইছি। সবচেয়ে জরুরি বিষয়টাই তো ভুলে গিয়েছি। কাজ! কাজ! কাজ! কাজ!
প্রসঙ্গত, রাজপথে সাধারণতন্ত্র দিবসের প্যারেডের সময় দর্শকাসনে সামনের সারিতে বসে নোট চালাচালি করতে দেখা গিয়েছিল রাহুল, গডকরীকে।
গডকরীর আরেকটি মন্তব্য ঘিরেও বিস্তর জল্পনা হয় সম্প্রতি। গডকরী বলেছিলেন, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ নেতাদের মানুষই উপযুক্ত শিক্ষা দেয়। কংগ্রেস নেতারা দাবি করেন, নরেন্দ্র মোদি ও বিজেপি নেতাদেরই ঘুরিয়ে খোঁচা দিয়েছেন গডকরী। কংগ্রেস মুখপাত্র মনীশ তেওয়ারি গত সপ্তাহে এজন্য গডকরীর প্রশংসা করেন, তবে এও বলেন, ওঁর নজর প্রধানমন্ত্রীর চেয়ার!
গত ডিসেম্বরে গডকরী পুণেতে এক অনুষ্ঠানে বলেন, নেতৃত্বের সবসময় পরাজয়, ব্যর্থতার দায় স্বীকার করার সাহস থাকা উচিত। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির প্রেক্ষাপটে তাঁর ওই মন্তব্য ঘিরেও জল্পনা হয়।
@RahulGandhi जी, मेरी हिम्मत के लिए मुझे आप के सर्टिफिकेट की जरूरत नही है लेकिन आश्चर्य इस बात का है की एक राष्ट्रीय पार्टी के अध्यक्ष होने बाद भी हमारी सरकार पर हमला करने के लिए आपको मीडिया द्वारा ट्विस्ट किए गए खबरों का सहारा लेना पड़ रहा है।
— Nitin Gadkari (@nitin_gadkari) February 4, 2019
যদিও পাল্টা রাহুলের ট্যুইটের জবাবে গডকরী বলেছেন, রাহুল গাঁধীজি, আমার সাহস নিয়ে আপনার সার্টিফিকেটের প্রয়োজন নেই। কিন্তু এটা বিস্ময়ের ব্যাপার, একটি জাতীয় দলের সভাপতি হয়েও আমাদের সরকারকে আক্রমণ করতে আপনার মিডিয়ার বিকৃত করা সংবাদের সাহায্য নিতে হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)