এক্সপ্লোর
Advertisement
মেয়েদের জিনস পরা ও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা রাজস্থানের পঞ্চায়েতে, তদন্তের নির্দেশ
জয়পুর: মেয়েদের জিনস পরা চলবে না। ব্যবহার করতে পারবে না মোবাইল ফোনও। এমনই ফতোয়া জারি করেছে রাজস্থানের ঢোলপুরের একটি পঞ্চায়েত। সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে রাজ্যের মহিলা কমিশনের। তারা এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে।
জানা গেছে, বলদিয়াপুরা গ্রামে গতকাল পঞ্চায়েত ডেকেছিল কুশওয়া সম্প্রদায়ের লোকজন। পঞ্চায়েতের মাথারা মনে করেন যে, পশ্চিমী সংস্কৃতি তাদের সম্প্রদায়ের মর্যাদা খাটো করছে। এই কারণে, মেয়ের জিনস পরা ও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়।
মদ, বেটিং, তামাক নিষিদ্ধ করার মতো সামাজিক বিষয় নিয়ে আলোচনার জন্য পঞ্চায়েত ডাকা হয়েছিল বলে জানা গেছে।
রাজস্থানের মহিলা কমিশনের চেয়ারপার্সন সুমন শর্মা বলেছেন, সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে ঢোলপুরের জেলা কালেক্টরকে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েতের আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে কেউ প্রকাশ্যে কথা বলছেন না। জিনস ও মোবাইলে নিষেধাজ্ঞার বিষয়ে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন শর্মা।
কমিশনের চেয়ারপার্সন বলেছেন, হতেই পারে চাপের মুখে কেউ মুখ খুলছে না। সেজন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেছেন, জিনস ও মোবাইলে এ ধরনের নিষেধাজ্ঞা স্বৈরতান্ত্রিক।
অন্যদিকে, কৌরালি থানা সূত্রে খবর, সংশ্লিষ্ট গ্রামে পুলিশের একটি দল পাঠানো হলেও মেয়েদের মোবাইল ও জিনসে নিষেধাজ্ঞার ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement