এক্সপ্লোর
Advertisement
রাজনীতিতে আসছেন, পাকাপাকিভাবে ঘোষণা রজনীর, তৈরি করবেন নিজস্ব দল
চেন্নাই: কোনও পার্টিতে নাম লেখানো নয়, নিজস্ব রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন সুপারস্টার রজনীকান্ত। তামিলনাড়ুর আগামী বিধানসভা ভোটে ২৩৪টি আসনেই তাঁর দল প্রার্থী দেবে। আজ এ কথা অনুরাগীদের সামনে ঘোষণা করেছেন তিনি।
২৬ তারিখ থেকে চেন্নাইয়ের রাঘবেন্দ্রম কল্যাণ মণ্ডপমে অনুরাগীদের সঙ্গে রয়েছেন রজনী। ৬ দিন তাঁর ওখানে থাকার কথা। সেখানেই আজ এই ঘোষণা তিনি করেছেন।
রজনী বলেন, তাঁর বয়স যখন ৪৫ ছিল, তখন তাঁর কোনও রাজনৈতিক উচ্চাশা ছিল না। কিন্তু ৬৮ বছর বয়সে রয়েছে। কোনও পদের জন্য তিনি রাজনীতিতে আসছেন না। কিন্তু তামিলনাড়ুর রাজনীতি আর প্রশাসন এমন জঘন্য হয়ে পড়েছে, যে আজ তা গোটা বিশ্বের কাছে হাসির খোরাক। তাই বাধ্য হয়ে এই পরিস্থিতি থেকে রাজ্যবাসীকে উদ্ধার করতে তাঁর রাজনীতিতে আসার সিদ্ধান্ত।
দক্ষিণী ছবির অবিসংবাদী সুপারস্টার জানিয়েছেন, আগামী বিধানসভা ও লোকসভা নির্বাচনে তাঁর দল রাজ্যের সবকটি আসনে প্রার্থী দেবে। তিনি জানেন, তাঁর কাজ সহজ নয় কিন্তু এটা করতেই হবে। তাঁর অর্থ বা খ্যাতির প্রয়োজন নেই, তা তাঁর যথেষ্ট রয়েছে। শুধু রাজ্য রাজনীতির শুদ্ধিকরণের লক্ষ্যেই তাঁর নিজস্ব দল চালুর সিদ্ধান্ত।
সমর্থকদের প্রতি তাঁর বার্তা, তিনি স্বেচ্ছাসেবক চান না, অভিভাবক চান। সেই সব অভিভাবক যাঁরা ব্যক্তিগত প্রয়োজনে কোনও রাজনীতিকের সাহায্য চাইবেন না। দলীয় ক্যাডার তাঁর দরকার নেই, দরকার অভিভাবক যাঁরা মানুষের অধিকারের জন্য লড়াই করতে পারবেন। যাঁরা সরকারকে শর্তহীনভাবে প্রশ্ন করতে পারবেন, তেমন মানুষ চান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement