এক্সপ্লোর
১৯৮৪-র শিখ-বিরোধী ১৮৬টি দাঙ্গা মামলার তদন্ত খতিয়ে দেখতে নতুন সিট গড়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ ১৯৮৪ সালে তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী হত্যাকাণ্ডের পর শিখ সম্প্রদায়কে টার্গেট করে দাঙ্গা-হিংসার ১৮৬টি মামলার তদন্ত খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল। মামলাগুলি তদন্ত না করেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিন শীর্ষ আদালত জানিয়েছে, মামলাগুলির তদন্ত মনিটর করতে একটি নতুন তিন সদস্যের বিশেষ তদন্ত দল (সিট) তৈরি করা হবে। নেতৃত্ব দেবেন হাইকোর্টের কোনও প্রাক্তন বিচারপতি। সিটের সদস্য হিসাবে কাদের নিয়োগ করা হতে পারে, সে ব্যাপারে কেন্দ্রের কাছে নাম চেয়েছে বেঞ্চ। বেঞ্চে রয়েছেন বিচারপতি এ এম খানবিলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও। বেঞ্চ জানিয়েছে, প্রস্তাবিত সিটে একজন অবসর নেওয়া, আরেকজন কর্মরত পুলিশ অফিসার থাকবেন। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে অবসরের সময় ডিআইজি পদমর্যাদার অধিকারী হতে হবে, তার নীচে হলে চলবে না। বেঞ্চ এও জানিয়েছে, তাদের নিয়োগ করা নজরদারি প্যানেল দেখেছে যে, ২৪১টি শিখবিরোধী দাঙ্গা মামলার ১৮৬টি কোনও তদন্ত না চালিয়েই বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালতের প্রাক্তন দুই বিচারপতি জে এম পাঞ্চাল ও কে এস পি রাধাকৃষ্ণাণকে নিয়ে গঠিত ওই প্যানেলকে গত ১৬ আগস্ট নিয়োগ করে সুপ্রিম কোর্ট। ১৯৮৪-র শিখবিরোধী দাঙ্গা সংক্রান্ত ২৪১টি মামলা সিটের বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত খতিয়ে দেখে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয় প্যানেলকে। কেন্দ্রের তরফে আগে জানানো হয়েছিল, সিটের তদন্ত করা ২৫০টি মামলার মধ্যে ২৪১টির ক্ষেত্রে ক্লোজার রিপোর্ট জমা দেওয়া হয়েছে, বাকি ৯টির তদন্ত করছে সিট। ২টির তদন্ত করছে সিবিআই। স্বরাষ্ট্রমন্ত্রক নিযুক্ত সিট যে শিখ বিরোধী ১৯৯টি দাঙ্গা মামলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কেন্দ্রকে সেগুলির যাবতীয় ফাইল নথি পেশ করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র সিটের চালানো তদন্তের ব্যাপারে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল। পিটিশনার এস গুরলাদ সিংহ কাহলন আগেই সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন, ২৯৩টি দাঙ্গা সংক্রান্ত মামলা সিট হাতে নেয়, কিন্তু স্ক্রুটিনির পর ১৯৯টি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনিই দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সুবিচার চেয়ে সিট গঠনের জন্য আদালতের নির্দেশ চেয়ে আবেদন করেছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















