এক্সপ্লোর
পদযাত্রার সূচনা, কেরলে দলীয় কর্মীদের খুনের জন্য দায়ী বিজয়ন, তোপ অমিত শাহের, ৩ ক্যাডার জখম সিপিএমের হামলায়, দাবি বিজেপির

কান্নুর (কেরল): সিপিএম ক্যাডারদের হাতে রাজ্যজুড়ে বিজেপি কর্মীরা আক্রান্ত, খুন হচ্ছেন বলে অভিযোগ তুলে দু সপ্তাহের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে কান্নুরে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে দুষলেন অমিত শাহ। আগামীকাল থেকে দেশের সব রাজ্যের রাজধানীতে শুরু হবে বিজেপির এই 'জনরক্ষা যাত্রা'। বিজেপি কর্মীরা রাজনৈতিক খুনোখুনির বলি হচ্ছেন বলে দাবি করে এজন্য বিজয়নই দায়ী বলে অভিযোগ করেন তিনি। তাঁরা রাজ্যের বাম শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক পথে লড়বেন বলে জানিয়ে বিজেপি সভাপতি বলেন, কেরলে সব রাজনৈতিক হত্যার জন্য দায়ী সিপিএম নেতা তথা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রসঙ্গত, কান্নুর সিপিএম দূর্গ বলে পরিচিত, বিজয়নের নিজের শহরও। বিজেপির দাবি, ২০০১ সাল থেকে তাদের ১২০ জন কর্মী খুন হয়েছেন কেরলে, শুধু কান্নুরেই সংখ্যাটা ৮৪। গত বছর সিপিএম রাজ্যে ক্ষমতায় আসার পর সেখানে ১৪ জন নিহত হয়েছে। এদিকে বিজেপি সভাপতির 'লাল সন্ত্রাসে'র প্রতিবাদে কেরলে পদযাত্রা শুরুর মুখেই কাসারগোড় জেলার নীলাশ্বরমে সন্দেহভাজন সিপিএম ক্যাডারদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, তাঁর ১৫ দিনের 'জনরক্ষা যাত্রা' কর্মসূচি উপলক্ষ্যে গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ জাতীয় সড়ক ৬৬-র ধারে রাস্তায় পতাকা, ফেস্টুন লাগাচ্ছিলেন দলীয় কর্মীরা। তখনই হামলা করা হয় বলে অভিযোগ। তিন জখম বিজেপি কর্মীকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি এ ব্যাপারে। বিজেপির কাসারগোড় জেলা সম্পাদক শ্রীকান্তের দাবি, নীলাশ্বরম মার্কেটে রাস্তার ধারে পতাকা দিয়ে সাজসজ্জা করছিলেন দলীয় সদস্যরা। প্রায় ২০ জন সিপিএম কর্মী বিনা প্ররোচনায় তাঁদের ওপর হামলা করে। ফ্লেক্স বোর্ড, টিউব লাইট, একটি টু হুইলার ভাঙচুর করা হয়। রাজ্যে বিজেপির ক্রমবর্ধমান প্রভাবে আতঙ্কিত সিপিএম কর্মীরা, সেজন্যই তারা হামলার রাস্তা বেছে নিয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে অমিত শাহ আজ তালিপারাম্বার রাজরাজেশ্বরী মন্দিরে পুজো দেন। এদিন সকালে ম্যাঙ্গালোর বিমানবন্দরে নেমে বাকেল থেকে উত্তর মালাবারের এই বিখ্যাত শিব মন্দিরে পৌঁছন গাড়িতে, সঙ্গী রাজ্য বিজেপির নেতারা। প্রায় আধ ঘন্টা মন্দিরে ছিলেন তিনি, একটি সোনার পাত্র দান করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















