পাথর-ছোঁড়া কাশ্মীরি যুবকরাও দেশের জন্য লড়ছেন, ফারুখ আবদুল্লার বিতর্কিত মন্তব্য, পাল্টা কটাক্ষ বিজেপি, পিডিপি-র
শ্রীনগর: পাথর-ছোঁড়া কাশ্মীরি যুবকরাও দেশের জন্যই লড়াই চালাচ্ছে বলে মন্তব্য করে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা।
তাঁর মতে, কাশ্মীর ইস্যু নিয়ে মানুষের রায়েরই প্রতিফলন ঘটছে ওই যুবকদের কাজে। ন্যাশনাল কনফারেন্সের নেতা আরও জানান, ওই যুবকরা রাজ্যের পর্যটনের জন্য নিজেদের জীবন দিচ্ছে না।
আবদুল্লার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্যের শাসক দল। একদিকে পিডিপি যেখানে আবদুল্লার মন্তব্যকে ‘রাজনৈতিক সুবিধাবাদী’ বলে উল্লেখ করেছে, সেখানেই শাসক দলের জোটসঙ্গী বিজেপি এই মন্তব্যকে ‘চিন্তাজনক’ বলে ব্যাখ্যা করেছে।
প্রসঙ্গত, শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন ফারুখ। এই নির্বাচনে কংগ্রেস ও এনসি হাত মিলিয়েছে। আগামী ৯ এপ্রিল সেখানে নির্বাচন হওয়ার কথা। এদিন নির্বাচনী প্রচারে এসে এই কথা বলেন তিনি।
গত ২ তারিখ, চেনানি-নাসরি টানেলের উদ্বোধনে কাশ্মীরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কাশ্মীরি যুবকদের উদ্দেশ্যে মোদী বলেছিলেন, পর্যটন ও সন্ত্রাসের মধ্যে কোনও একটিকে বেছে নিতে। এরই প্রেক্ষিতে এদিন এই মন্তব্য করেন ফারুখ।
ফারুখের এই মন্তব্যকে হতাশাজনক উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জীতেন্দ্র সিংহ বলেন, কাশ্মীরে পাথর-ছোঁড়া যুবকদের সমর্থনে মুখ খুলে আসলে রাজনৈতিক ফায়দার জন্য ‘বিচ্ছিন্নতাবাদীদের বুলি’ বলছেন আবদুল্লা।
তাঁর মতে, আবদুল্লার মতো একজন নেতা যদি এধরনের মন্তব্য করেন, তাহলে তা চিন্তার বিষয়। পিডিপি নেতা তথা রাজ্যের পুর্তমন্ত্রী নঈম আখতারের মতে, আবদুল্লার মন্তব্য রাজনৈতিক ফায়দা ছাড়া আর কিছুই নয়।