এক্সপ্লোর
Advertisement
গুজরাতে রাহুলের মন্দিরে যাওয়া নিয়ে কটাক্ষ স্বামীর, বললেন, 'আগে জানান তিনি হিন্দু, না খ্রীস্টান'
কেরল: গুজরাতে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী চারটি মন্দির দর্শনকে কটাক্ষ করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি রাহুলের ধর্মবিশ্বাস সম্পর্কে জানতে চাইলেন। স্বামী বললেন, রাহুলকে জানাতে হবে তিনি হিন্দু, না খ্রীস্টান।
তিনদিন গুজরাত সফরের শেষদিনে গতকাল চারটি মন্দিরে গিয়েছিলেন রাহুল। কংগ্রেস জানিয়েছেন, বিজেপি ও আরএসএসের হিন্দুত্বের তত্ত্বের মোকাবিলার লক্ষ্যেই ওই মন্দিরগুলিতে গিয়েছিলেন রাহুল।
এ বিষয়ে স্বামী বলেছেন, ‘আগে তো রাহুল ঘোষণা করুন যে তিনি খ্রীস্টান নন, হিন্দু। কেন ১০ জনপথে গীর্জা রয়েছে এবং সেখানে তিনি প্রার্থনার জন্য যান? কাজেই তাঁর বাবা রাজীব গাঁধীর মতো তিনি যতক্ষণ না নিজেকে হিন্দু বলে ঘোষণা করেন, ততক্ষণ আমরা তাঁকে বিশ্বাস করব না’।
স্বামীর দাবি, রাহুল দীর্ঘদিন ধরেই খ্রীস্টান ধর্মের অনুগামী। সেজন্য এ ব্যাপারে তাঁর ব্যাখ্যা দেওয়া উচিত এবং নিজের ধর্ম সম্পর্কে ঘোষণা করা উচিত।
গুজরাত বিধানসভার ভোটের আগে রাজ্যে দলের প্রচারে গত সোমবার আসেন রাহুল। প্রথম দিনে দ্বারকায় দ্বারকাধীশ মন্দিরে পুজো দিয়ে সফর শুরু করেন তিনি।
বুধবার সন্ধেয় কাগবাড় গ্রামের খোদার ধাম মন্দিরে যান রাহুল। সফরসূচীতে না থাকলেও শেষমুহুর্তে রাজকোট জেলার জালারাম মন্দিরেও যান তিনি। সুরেন্দ্র নগর জেলার চোটিয়ালা মন্দির দর্শণের মাধ্যমে তাঁর গুজরাত সফর শেষ হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement