'বুক চাপড়ানো জাতীয়তাবাদ', 'উগ্র দেশপ্রেম' বলে মানুষকে অপমান করা হচ্ছে: কঙ্গনা
মুম্বই: কারও মধ্যে দেশপ্রেম থাকলে, তা অবশ্যই জোরে প্রকাশ করা উচিত। দেশের প্রতি মনের মধ্যে কোনও ভাবনা থাকলে, তা দেখানো উচিত। এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর মতে, এখন কেউ যদি প্রকাশ্যে দেশপ্রেম বা জাতীয়তাবাদের কথা বলেন, তাহলে বিষয়টিকে বুক চাপড়ানো জাতীয়তাবাদ বা উগ্র দেশপ্রেম বলে পাল্টা কটাক্ষ করা হয়ে থাকে। এই ধরনের মন্তব্য করে আদতে সেই ব্যক্তিকে অপমান করাই হয়। সম্প্রতি, আসন্ন ছবি ‘মণিকর্নিকা’ ছবির একটি গানের আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে অভিনেত্রী বলেন, আপনি কতটা আবেগপ্রবণ তা আপনার আবেগ প্রকাশের মাধ্যমেই ধরা পড়বে। আর তাছাড়া, দেশপ্রেম প্রকাশ করার মধ্যে ভুল কি আছে? প্রশ্ন করেন অভিনেত্রী। তিনি যোগ করেন, সকলেরই উচিত নিজের মতো করে দেশের প্রতি প্রেম, ভালবাসা ও আবেগকে প্রকাশ করা। যাঁরা করেন, তাঁদেরকে বুক চাপড়ানো জাতীয়তাবাদী বা উগ্র দেশপ্রেমী বলে অপদস্থ করার চেষ্টা চলছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার প্রসূণ জোশি ও লেখক বিজয়েন্দ্র প্রসাদ। তাঁরাও, অভিনেত্রীর মতকে সমর্থন করেন। জোশি বলেন, দেশপ্রেম প্রকাশ করতে কারও লজ্জা পাওয়া উচিত নয়। তিনি যোগ করেন, যখন কেউ দেশপ্রেম প্রকাশ করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করে, তখন খারাপ লাগে। আমরা কাউকে ভালবাসলে, তখন তাঁর প্রতি সেই আবেগ প্রকাশ করি। তাহলে, দেশকে ভালবাসলে, তা প্রকাশ করব না কেন?