এক্সপ্লোর
Advertisement
আরও ট্রেনের ঘোষণা হবে, ২-৩ দিনের মধ্যেই স্টেশনে টিকিট কাউন্টারগুলিতে বুকিং,বললেন রেলমন্ত্রী
রেলমন্ত্রী বলেছেন, আগামী দুই-তিন দিনের মধ্যে বিভিন্ন স্টেশনের টিকিট কাউন্টারগুলি থেকে টিকিট বুকিং শুরু করা হবে। এ জন্য সব কিছু খতিয়ে দেখা হচ্ছে এবং বিধিনিয়ম তৈরি করা হচ্ছে।
নয়াদিল্লি: দেশে আগামী ১ জুন থেকে ১০০ জোড়া ট্রেন চালানো হবে এবং এজন্য আজ সকাল ১০ টা থেকে বুকিং শুরু হয়। এবার রেলমন্ত্রী পিযুষ গয়াল বলেছেন, খুব শীঘ্রই আরও ট্রেন চালানোর ঘোষণা করা হবে। ট্রেন চলাচল শুরু করতে দেশের ১.৭ লক্ষ কেন্দ্রে আগামীকাল থেকে টিকিট বুকিং চালু করা হবে।
রেলমন্ত্রী বলেছেন, আরও ট্রেন চালানোর ঘোষণা শীঘ্রই করা হবে।এখন দেশের পরিস্থিতি ফের স্বাভাবিক করে তোলার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের সময় এসেছে।
রেলমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট যে, আগামী দিনগুলিতে আরও বেশি ট্রেন চালানো হবে এবং এজন্য কাউন্টারে টিকিট বুকিংয়ের ব্যবস্থা ফের শুরু করা হবে।
উল্লেখ্য, এখন যে ট্রেনগুলি চালানো হচ্ছে, সেগুলির টিকিট বুকিং শুধুমাত্র অনলাইনেই হচ্ছে।আইআরসিটিসি-র ও মাধ্যমে টিকিট বুকিং হচ্ছে। যে ১৫ স্পেশ্যাল ট্রেন সম্প্রতি চালানো হয়েছিল এবং ১ জুন থেকে যে ২০০ ট্রেনের ঘোষণা করা হয়েছে, সেগুলির ক্ষেত্রে অনলাইনেই টিকিট বুকিংয়ের ব্যবস্থা রয়েছে।
রেলমন্ত্রী বলেছেন, আগামী দুই-তিন দিনের মধ্যে বিভিন্ন স্টেশনের টিকিট কাউন্টারগুলি থেকে টিকিট বুকিং শুরু করা হবে। এ জন্য সব কিছু খতিয়ে দেখা হচ্ছে এবং বিধিনিয়ম তৈরি করা হচ্ছে।
গত ২৫ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সেইসঙ্গে বিমান ও মেট্রো পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছিল।
এরপর পরিযায় শ্রমিকদের তাঁদের রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানো হয়। এরইমধ্যে ১ জুন থেকে ২০০ ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement