সোপিয়ান ও কিস্তোয়ারে বাহিনী-জঙ্গি সংঘর্ষ, খতম ৩ জঙ্গি, আহত ২ পুলিশকর্মী
ফের জম্মু-কাশ্মীরে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে সন্ত্রাসমুলক কার্যকলাপ। শুক্রবার, রাজ্যের দুই জেলায় সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের খবর মিলেছে। একটি ঘটনা ঘটেছে সোপিয়ানে, অন্যটি কিস্তোয়ারে।
জম্মু: ফের জম্মু-কাশ্মীরে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে সন্ত্রাসমুলক কার্যকলাপ। শুক্রবার, দুই জেলায় সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের খবর মিলেছে। একটি ঘটনা ঘটেছে সোপিয়ানে, অন্যটি কিস্তোয়ারে। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের দ্রাগাদ সুগান এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জবাব দেয় বাহিনীও। বেশ কিছুক্ষণ ধরে দুপক্ষের গুলি বিনিময় চলে। সেখানে ২ জঙ্গি ও তাদের এক সহযোগীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। বাহিনীর তরফে জানানো হয়েছে, এক জঙ্গীর নাম সাজু মাগ্রে। সে হিজবুল মুজাহিদিনের সঙ্গে জড়িত ছিল। সাম্প্রতিক অতীতে একাধিক সন্ত্রাস হামলার সঙ্গে মাগ্রে জড়িত ছিল বলে জানা গিয়েছে বাহিনী সূত্রে। বাকি অন্য জঙ্গি ও সহযোগীর পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে, কিস্তোয়ার জেলাতেও জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। কাশ্মীর জোনের আইজি এম কে সিনহা জানান, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে মারওয়া বেল্টে অভিযান চালায় বাহিনী। পুলিশ দেখে নির্বিচারে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। দুই পুলিশকর্মী আহত হন। খবর পেয়েই সেখানে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়। পুলিশের দাবি, সেখানে ২-৩ জন জঙ্গি আত্মগোপন করে আছে। শেষ খবর মেলা পর্যন্ত দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলছে।