এক্সপ্লোর
Advertisement
উদয়পুর: সজ্জনগড় বায়োলজিক্যাল পার্কে ডেরায় বেড়া ভেঙে ঢুকে বাঘিনীকে মেরে ফেলল বাঘ
রাজস্থানের উদয়পুরের সজ্জনগড় বায়োলজিক্যাল পার্কে ভয়াবহ ঘটনা। বৃহস্পতিবার সন্ধেয় এক বাঘিনীকে মেরে ফেলল একটি বাঘ। বাঘেদের আস্তানার ডিসপ্লে সেকশনে বৃহস্পতিবার সন্ধেয় এই ঘটনা ঘটে। পার্কে তখন উপস্থিত ছিলেন দর্শকরাও।
জয়পুর: রাজস্থানের উদয়পুরের সজ্জনগড় বায়োলজিক্যাল পার্কে ভয়াবহ ঘটনা। বৃহস্পতিবার সন্ধেয় এক বাঘিনীকে মেরে ফেলল একটি বাঘ। বাঘেদের আস্তানার ডিসপ্লে সেকশনে বৃহস্পতিবার সন্ধেয় এই ঘটনা ঘটে। পার্কে তখন উপস্থিত ছিলেন দর্শকরাও।
উদয়পুরের ডিএফও চেতন সিংহ দেওরা এক বিবৃতিতে জানিয়েছেন, কুমার নামে ১২ বছরের একটি বাঘ তার ডেরার বেড়া ভেঙে ওই সেকশনে ঢুকে পড়ে। এই সেকশনেই থাকত দামিনী নামে ১৫ বছরের বাঘিনী। বাঘটি বাঘিনীর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং তার ওপর হামলা চালায়। কেয়ারটেকার হৈচৈ করে তাদের দুজনের লড়াই থামানোর চেষ্টা করে। কিন্তু বাঘ এতটুকু পিছু হঠেনি। বাঘিনী গুরুতর জখম হয়। মৃত্যু না হওয়া পর্যন্ত তার গলা কামড়ে থাকে বাঘটি।
ফরেস্ট ফোর্সের প্রধান জিভি রেড্ডি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাঘিনীর দেহের ময়নাতদন্ত করা হবে। ম্যাঙ্গালোরের পিল্লিকুলা চিড়িয়াখানা থেকে কুমারকে সজ্জনগড় জুলজিক্যাল পার্কে ২০১৭-তে নিয়ে আসা হয়েছিল। দামিনীকে ২০১৫-তে পুনের রাজীব গাঁধী চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হয়েছিল।Udaipur: A tiger, Kumar attacked and killed tigress, Damini after breaking the barrier between their enclosures, in Sajjangarh Biological park. (2.1.20) #Rajasthan pic.twitter.com/vWkWuBP9VI
— ANI (@ANI) January 2, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement