Budget 2021: বাজেট 'পেপারলেস', 'বই খাতা' বাতিল করে ট্যাব বাছলেন নির্মলা
Union Budget 2021: এবছর, দেশের প্রথম "ডিজিটাল বাজেট" পেশ করছেন নির্মলা
নয়াদিল্লি: ২০১৯ সালে বাজেট পেশ করার সময় সংসদে 'বাহি খাতা' চালু করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 'বই খাতা' হল একটি ঐতিহ্যবাহী লাল কাপড়, যার মধ্যে বাঁধা থাকত বাজেটের নথি।
এবছর, দেশের প্রথম "ডিজিটাল বাজেট" পেশ করছেন নির্মলা। যে কারণে, এবারের বাজেটে 'বাহি খাতা'-র জায়গায় ট্যাবলেট হাতে তুলে নিয়েছেন সীতারমণ। মোদি সরকারের "মেক ইন ইন্ডিয়া" নীতি অবলম্বন করে ওই ট্যাবলেট ভারতে তৈরি।
নির্মলা-পূর্ববর্তী যুগে বাজেটের নথি সাধারণত একটি ব্রিফকেসে বহন করে নিয়ে আসা হত। ওই বিশেষ ব্রিফকেসটি ব্রিটিশরা দেশ ছাড়ার সময় দিয়ে গিয়েছিল। সেই ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছিল।
গতমাসের মাঝামাঝি সময়ে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেন নির্মলা। অ্যাপটির নাম ছিল ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ। উদ্দেশ্য, সাংসদ থেকে সাধারণ মানুষ-- সকলে যাতে অত্যন্ত সহজে বাজেটের নথি খতিয়ে দেখতে পারেন।
সংসদের উভয় কক্ষে নির্মলার ওই উদ্যোগ অনুমোদিত হয়। কেন্দ্রের অর্থনৈতিক বিষয়ক দফতরের পরামর্শমতো অ্যাপটি তৈরি করেছে ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার।
ওই অ্যাপে বার্ষিক আর্থিক বিবৃতি(বাজেট), অনুদানের দাবি, আর্থিক বিল সহ ১৪টি বাজেট নথি সমর্থন করা যাবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বাজেট কথাটি এসেছে ফরাসি শব্দ (বুজেত) থেকে। যার অর্থ চামড়ার ব্যাগ। কারণ, বাজেটের নথি চামড়ার তৈরি ব্রিফকেসে বহন করা হত।
এখানে বলে রাখা প্রয়োজন, ২০২১-২২ আর্থিক বছরে বাজেট পেশের আগে মোদি সরকারের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। ২০২০-তে রফতানি ক্ষেত্রে উন্নয়ন সূচক ছিল মাইনাস ২১ শতাংশ। শিল্প ক্ষেত্রে উন্নয়ন সূচক ছিল মাইনাস ৯.৬ শতাংশ।
পরিষেবা ক্ষেত্রে উন্নয়ন সূচক ছিল ৮.৮ শতাংশ। জিডিপি-র হার ছিল মাইনাস ২৪ শতাংশ। ২০২১-এ সরকারের কাছে চ্যালেঞ্জ, পরিকাঠামো, কৃষি, জিএসটি ও এফডিআই-য়ে আর্থিক উন্নয়ন সূচক ১১ শতাংশ বৃদ্ধি করা।
‘সর্বাধিক স্লোগান, ন্যূনতম কাজ’-এর সরকার ২০২১-এর বাজেটে কি দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবে? চিন্তাভাবনা এবং পক্ষাঘাতগ্রস্ততা কাটিয়ে সাধারণ মানুষকে সঠিক পথ দেখানোই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ। বাজেট পেশের আগে ট্যুইটারে কটাক্ষ কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার।