(Source: ECI/ABP News/ABP Majha)
সাড়ে ২৭ লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে ৬১১ কোটি টাকা পাঠালেন যোগী আদিত্যনাথ, বিনামূল্যে দেওয়া হবে রেশনও
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বললেন শ্রমিকদের সঙ্গেও।
নয়াদিল্লি: মনরেগা প্রকল্পের আওতায় থাকা সাড়ে ২৭ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬১১ কোটি টাকা পাঠালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বললেন শ্রমিকদের সঙ্গেও।
মহামারীর মোকাবিলায় তাঁর সরকার বদ্ধ পরিকর। কড়া হাতে যেমন সন্ত্রাস দমন করেছেন, তেমন করোনা ভাইরাসের মতো প্রকোপ ঠেকাতে সাধ্যমতো প্রয়াস করবেন। কেবল ঘোষণাই নয়, এবার কাজেও করে দেখালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অগ্রিম বার্ধক্যভাতা, সামাজিক পেনশনের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছেন। রাজ্য তৈরি হয়েছে ২০০ কোটির ত্রাণ তহবিল। নিজে হাতে গরিবদের চালডাল সহ একাধিক সহায়তা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খাবারের সঙ্কট মেটাতে ভূমিকা নিয়েছে তেলঙ্গানার কেসিআর সরকারও। কোয়ারেন্টিনে থাকা সাড়ে ৩ লক্ষ পরিযায়ী শ্রমিকদের ১২ কেজি করে চাল ও ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। কেন্দ্র ইতিমধ্যেই ১.৭০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে আরও একধাপ এগিয়ে রাজ্যের শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Lucknow: CM Yogi Adityanath today transferred Rs 611 Crore directly to the bank account of 27.5 Lakh workers of the state, under MNREGA scheme, in the light of #CoronavirusLockdown. The CM also talked to them through video-conference today, informing them of the scheme. pic.twitter.com/FRyKFU4tg2
— ANI UP (@ANINewsUP) March 30, 2020
সংবাদসংস্থা প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্যের সাড়ে ২৭ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ৬১১ কোটি টাকা পাঠিয়েছেন যোগী।
পড়ুন: নতুন করে কেউ আক্রান্ত না হলে, ৭ এপ্রিলের মধ্যেই করোনামুক্ত হবে তেলঙ্গানা: কেসিআর
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৭৫। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২০০ ছুঁইছুঁই। মৃত ২৯। গোটা দেশে এই মহামারীতে প্রাণ গিয়েছে ৩৪ হাজারের ওপর মানুষ। আক্রান্ত ৭ লক্ষ ২৯ ৮০৪ জন।