এক্সপ্লোর
Advertisement
বাড়িতে শৌচাগার নেই? খোলা জায়গায় মলত্যাগ করে মাটি দিয়ে ঢেকে দাও, নির্দেশ উত্তরপ্রদেশের গ্রামে
লখনউ: উত্তরপ্রদেশের পিলিভিট জেলার সিরসা সর্দা সারহাই গ্রামে বেশিরভাগ বাড়িতে এখনও নেই টয়লেট। স্থানীয় অফিসাররা গ্রামবাসীকে নির্দেশ দিয়েছেন, মাঠে ঘাটে মলত্যাগের পর তা কোদাল দিয়ে মাটিচাপা দিতে, যাতে কারও চোখে না পড়ে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, আগামী বছর অক্টোবরের মধ্যে গোটা রাজ্যকে খোলা জায়গায় মলত্যাগ মুক্ত করতে হবে। অথচ পিলিভিটের প্রতিটি বাড়িতে টয়লেট তৈরির সময় নেই, নেই দরকারি টাকাও। এখনও তৈরি করা বাকি ১.৩৩ লাখ টয়লেট। টার্গেট ছুঁতে গিয়ে নাজেহাল জেলা প্রশাসন গ্রামবাসীকে খোলা জায়গায় শৌচ করতে যেতে হলে সঙ্গে কোদাল, বেলচা নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। মাঠে ঘাটে মলত্যাগ করতে হলে কর কিন্তু তা মাটি দিয়ে ঢেকে দাও।
সিরসা সর্দা গ্রামে বাড়ির সংখ্যা ১০২-এর মত। কিন্তু ১০টার বেশি বাড়িতে টয়লেট নেই। সরকারি নির্দেশে বাধ্য হয়ে মলত্যাগের সময় জলের বোতলের পাশাপাশি কোদাল, বেলচা নিয়ে যেতে বাধ্য হচ্ছেন গ্রামবাসী।
গ্রাম প্রধান বলছেন, সরকার টয়লেট পিছু মাত্র ১২,০০০ টাকা দিচ্ছে। এত কম টাকায় টয়লেট তৈরি হয় না। কিছুদিন আগে তারা ৩৫টা টয়লেট তৈরির টাকা বরাদ্দ করেছে কিন্তু তা যথেষ্ট নয়। গ্রামের বেশিরবাগ মানুষই ক্ষেতে খামারে কাজ করেন, টয়লেট তৈরির সামর্থ্য নেই তাঁদের।
প্রশাসন জানিয়েছে, সার্ভে করে প্রথমে তারা সবথেকে দরিদ্র পরিবারগুলিকে চিহ্নিত করেছে। সেই বাড়িগুলিতে সরকার থেকে তৈরি হচ্ছে টয়লেট। যেহেতু সব পরিবারকে এভাবে সাহায্য করা সম্ভব নয়, তাই গ্রামবাসীদের বোঝানো হচ্ছে, যেন নিজেরাই বাড়িতে টয়লেট তৈরি করেন তাঁরা। তাতেও যদি কাজ না হয়, তখন বলা হচ্ছে, মলত্যাগের সময় সঙ্গে করে কোদাল নিয়ে যেতে, যাতে দূষণ না ছড়ায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement