এক্সপ্লোর
নোট বাতিল নয়, কৃষি ঋণ মকুবের টোপ দিয়েই উত্তরপ্রদেশে সাফল্য মোদীর, খোঁচা শিবসেনার
![নোট বাতিল নয়, কৃষি ঋণ মকুবের টোপ দিয়েই উত্তরপ্রদেশে সাফল্য মোদীর, খোঁচা শিবসেনার Up Win Due To Carrot Of Loan Waiver Not Because Of Note Ban নোট বাতিল নয়, কৃষি ঋণ মকুবের টোপ দিয়েই উত্তরপ্রদেশে সাফল্য মোদীর, খোঁচা শিবসেনার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/13174453/shivsena.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যের অন্যতম কারণ হিসেবে বিজেপির পক্ষ থেকে কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তর প্রতি মানুষের সমর্থন হিসেবে দাবি করা হয়েছে। যদিও কেন্দ্রে ও মহারাষ্ট্রে বিজেপির শরিক এই দাবি মানতে নারাজ। তাদের মতে, নোট বাতিলের কারণে নয়, কৃষি ঋণ মকুবের গাজর ঝুলিয়েই উত্তরপ্রদেশে বিপুল জয় পেয়েছে বিজেপি।
কেন্দ্র ও মহারাষ্ট্রে সরকারের একে অপরের শরিক শিবসেনা ও বিজেপি সম্প্রতি রাজ্যে বৃহন্মুম্বই সহ একাধিক পুরসভার ভোটে পৃথকভাবেই লড়াই করেছিল। তার আগে থেকেই অবশ্য দুই শরিকের সম্পর্ক তিক্ত হয়েছে। শিবসেনা বিভিন্ন ইস্যুতে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধোনা করেছে।
এবার উত্তরপ্রদেশের ফলাফল নিয়ে শিবসেনার মুখপত্র সামনা-য় বিজেপিকে তীব্র কটাক্ষ করা হয়েছে। সামনা-র প্রকাশিত সম্পাদকীয় নিবন্ধে বলা হয়েছে, ‘ভোটের প্রচারে মোদী কৃষকদের ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর এই কারণেই এসেছে নির্বাচনী সাফল্য। এই ফল আদৌ নোট বাতিলের সিদ্ধান্তের প্রতি মানুষের সমর্থন নয়’।
সামনা-য় আরও বলা হয়েছে, ‘উত্তরপ্রদেশে বিজেপির প্রচারের সুফল প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ডেও মিলেছে। যদিও পঞ্জাবে ধরাশায়ী হয়েছে বিজেপি-অকালি জোট। গোয়াতে তো মনোহর পর্রীকরের মতো নেতা থাকতেও বিজেপি ১৫ টি আসনও জিততে ব্যর্থ হয়েছে।মণিপুরেও বিজেপির পক্ষে স্পষ্ট জনাদেশ আসেনি। তাই উত্তরপ্রদেশের ফল নিয়ে আলোচনা করতে গেলে এই রাজ্যগুলিতে বিজেপিকে মানুষের ভোট ভোট না দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে হবে’।
সামনা-র সম্পাদকীয়তে বলা হয়েছে, উত্তরপ্রদেশে ভোটের প্রচারে শ্মশান-কবরস্থানের ইস্যু তুলে এবং হিন্দুত্বের তাস খেলে মোদী ভোটারদের মধ্যে মেরুকরণ ঘটাতে সক্ষম হয়েছেন।
একইসঙ্গে সামনা-য় বলা হয়েছে, অখিলেশ যাদব ও রাহুল গাঁধীর ‘শিশুসুলভ’ নেতৃত্ব রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)