এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশের পেনশন প্রকল্পের বিজ্ঞাপনে শাড়ি ঘিরে বিতর্কে বিদ্যা বালন
লখনউ: বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। উত্তরপ্রদেশ সরকারের সমাজবাদী পেনশন যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেওয়া হয়েছে বিদ্যাকে। কিন্তু ওই যোজনার বিজ্ঞাপনে তিনি যে শাড়ি পরেছেন, তা ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। বিজ্ঞাপনে সবুজ ও লাল রঙের শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। বিরোধীদের অভিযোগ, ওই রঙের শাড়ি পরে আসলে উত্তরপ্রদেশের ক্ষমতাসীন দল সমাজবাদী পার্টিরই প্রচার করেছেন। উল্লেখ্য, সমাজবাদী পার্টির পতাকার রঙ লাল-সবুজ।
সমাজবাদী পেনশন যোজনায় সামিল হওয়ার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বিদ্যাকে ধন্যবাদ জানিয়েছেন। গত শুক্রবার এক অনুষ্ঠানে অখিলেশ বলেন, রাজ্য সরকারের বৃহত্তম প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা বিদ্যা বালনের প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় সরকারের ঘর ঘর শৌচালয় কর্মসূচীর প্রচারেও দেখা গিয়েছে বিদ্যাকে। এবার উত্তরপ্রদেশের সরকারের প্রকল্পের জন্য আগামী দিনে প্রচারে দেখা যাবে তাঁকে।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেনশন প্রকল্পটির প্রশংসাও করেছেন বিদ্যা। রাজ্যের দরিদ্র মহিলাদের মাসে ৫০০ টাকা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। এতে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ মানুষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement