এক্সপ্লোর
চন্দুকে পাক জেলে খেতে না দিয়ে মাদক-ইঞ্জেকশন! জানালেন দেশে ফেরা সেনা জওয়ানের দাদা
অমৃতসর: ভুলক্রমে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে সে দেশের বাহিনীর হাতে ধরা পড়েছিলেন ভারতীয় সেনা জওয়ান চন্দু চবন। সম্প্রতি তাঁকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। পাক সেনাবাহিনীর হাতে বন্দী থাকার সময় নৃশংস ও ভয়াবহ অত্যাচার সহ্য করতে হয়েছিল। তাকে নিয়মিত মাদক ইঞ্জেকশনও দেওয়া হত। চন্দুর দাদা ভূষণ এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, ভূষণও সেনাবাহিনীর জওয়ান। তিনি গুজরাতের জামনগরে মোতায়েন রয়েছেন।
সংবাদমাধ্যমকে ভূষণ পাকিস্তানে চন্দুর ওপর নির্মম অত্যাচারের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, চন্দু তাঁদের এই অত্যাচারের কথা জানিয়েছেন। ভূষণ বলেছেন, বন্দী থাকাকালে পাক সেনারা দিনের পর দিন চন্দুকে মারধর, অত্যাচার করেছে। তারা চন্দুকে নিয়মিত মাদক ইঞ্জেকশনও দিত। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ার কারণ জানতে এভাবে অত্যাচার চালাত পাক সেনারা।
এর পাশাপাশি, জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার ঘাঁটি সম্পর্কেও চন্দুর কাছ থেকে তথ্য জানার চেষ্টা চালাত পাক সেনা।
অমৃতসরের সেনা হাসপাতালে ২২ বছরের চন্দুর সঙ্গে দেখা করতে এসেছিলেন দাদা ভূষণ, দাদু ধোন্ধু এবং বোনের স্বামী চেতন পাতিল।
ভূষণ জানিয়েছে, তাঁর ভাই চন্দুর শরীরে অসংখ্য আঘাতের দাগ রয়েছে। বিশেষ করে চন্দুর ডানহাতের আঙুলগুলো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে।
ভূষণ বলেছেন, চন্দুর মুখেও আঘাত রয়েছে। ওর হাঁটতেও কষ্ট হচ্ছে।
মাদকে আচ্ছন্ন থাকার জন্য বন্দী থাকার সময়ে অনেক কিছুই মনেও করতে পারছেন না চন্দু। ভূষণ জানিয়েছেন, পাক সেনা চন্দুকে পেট ভরে খেতেও দিত না।
উল্লেখ্য, এর আগে জানা গিয়েছিল, যেদিন চন্দুকে ভারতীয় সেনা আধিকারিকদের হাতে তুলে দিয়েছিল পাকিস্তান, সেদিন তিনি কোনওক্রমে হেঁটেছিলেন।
এক সেনা আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, চন্দুকে হারিয়ে যাওয়া শিশুর মতো মনে হচ্ছিল। তিনি যে দেশে ফিরেছেন, সে কথা বুঝতেই তাঁর কয়েক ঘন্টা লেগে গিয়েছিল। তিনি অন্য কারুর সাহায্য ছাড়া হাঁটতে পারছিলেন না।
ওই সেনা আধিকারিক আরও বলেছেন, ফিরে আসার পর অসংলগ্ন আচরণ করছিলেন চন্দু। বন্দী থাকাকালে কী ঘটেছিল তা জানার প্রক্রিয়া সবে শুরু হয়েছে। তদন্তের অঙ্গ হিসেবে তাঁকে পুঞ্জে তাঁর ইউনিটে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, চন্দু পুঞ্চে মোতায়েন ছিলেন। ভারতীয় বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দিন তিনি ভুলবশত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement