এক্সপ্লোর
Advertisement
পারলে ২০২৪-এ আরেকটা অনাস্থা আনুক, ঈশ্বর শক্তি দিন কংগ্রেসকে, চ্যালেঞ্জ মোদীর
নয়াদিল্লি: লোকসভায় এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গতকাল রাতে পরাজিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনাস্থার ওপর জবাবী ভাষণে কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, পারলে ২০২৪-এ আরেকটা অনাস্থা প্রস্তাব নিয়ে আসুক! অনাস্থা প্রস্তাবের পিছনে রয়েছে কংগ্রেসের ঔদ্ধত্য, এই মন্তব্য করে ১২৫ কোটি ভারতবাসীর হাতেই তাঁর ভাগ্য নির্ধারণ হবে বলে জানান মোদী। সেইসঙ্গে নাম না করে রাহুল গাঁধীকে নিশানা করে বলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তিনি আপনাকে ২০২৪ এও আরেকটা অনাস্থা প্রস্তাব আনার শক্তি দিন।
অতীতের নজির টেনে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষমতার বাইরে থাকার সময় দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। বলেন, দেশে অস্থিরতা ছড়াতে অনাস্থা প্রস্তাবের অপব্যবহার করেছে কংগ্রেস। বারবার একটি পরিবার নিজস্ব স্বার্থ চরিতার্থ করতে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। সেই ইতিহাস দেশবাসীর অজানা নয়।
অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে শাসক জোট হেসেখেলে উতরে যাওয়ার পর মোদী ট্যুইট করে জানান, এনডিএ-র ওপর লোকসভা ও ১২৫ কোটি ভারতবাসীর আস্থা দেখা গেল। ভোটাভুটিতে আমাদের সমর্থন করা সব দলকে ধন্যবাদ দিচ্ছি। ভারতকে বদলানো, আমাদের যুবসমাজের স্বপ্ন পূরণের প্রয়াস অব্যাহত থাকবে।
গতকাল ভোটাভুটিতে মোট ভোট পড়েছে ৪৫১টি। অনাস্থা প্রস্তাবের পক্ষে ১২৬টি, বিরুদ্ধে ৩২৫টি ভোট পড়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement