এক্সপ্লোর
Advertisement
‘ক্ষমা চাইব না, পুলিশ পারলে গ্রেফতার করুক’, চ্যালেঞ্জ এয়ার ইন্ডিয়া কর্মীকে মারধরে অভিযুক্ত সেনা সাংসদের
নয়াদিল্লি: তাঁর ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। বরং যে এয়ার ইন্ডিয়া কর্মীকে তিনি গুণে গুণে ২৫বার চপ্পল মেরেছেন, তিনিই বরং ক্ষমা চান তাঁর কাছে। বললেন রবীন্দ্র গায়কোয়াড়।
শিবসেনা সাংসদ পরিষ্কার স্বীকার করছেন, সুকুমার নামে ওই এয়ার ইন্ডিয়া কর্মীকে জুতো মেরেছেন তিনি। তাঁর দাবি, সংশ্লিষ্ট কর্মী তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। তিনি সাংসদ পরিচয় দেওয়ায় ওই কর্মী নাকি গলা তুলে বলেন, কীসের সাংসদ? আমি মোদীর সঙ্গে কথা বলব।
গায়কোয়াড়ের প্রশ্ন, এরপরেও কি সকলে আশা করেন, তিনি চুপচাপ অপমান সহ্য করবেন? জুতো মারা ছাড়া আর কী করতে পারতেন তিনি? কারও দুর্ব্যবহার চুপচাপ মেনে নেওয়া তাঁর ধাতে নেই। মনে রাখতে হবে, তিনি শিবসেনা সাংসদ, বিজেপি নন। পারলে পুলিশ গ্রেফতার করুক তাঁকে।
শোনা গিয়েছিল, ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স বা এফআইএ ওই সাংসদের বিমান সফর নিষিদ্ধ করেছে। কিন্তু এ খবর অস্বীকার করেছে সংশ্লিষ্ট সংস্থা। তারা জানিয়েছে, কারও বিমানে চড়া নিষিদ্ধ করার ক্ষমতা তাদের নেই। তবে এয়ার ইন্ডিয়া এফআইএ-র অংশ নয় বলে জানিয়েছে তারা।
যদিও অভিযুক্ত শিবসেনা সাংসদের বিমান সফর নিষিদ্ধ করা যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে এফআইএ জানিয়ে দিয়েছে।
গায়কোয়াড় বলেছেন, যে বিমান সফর নিয়ে এত গন্ডগোল, তার বসার ব্যবস্থা নিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি। সমস্যা মেটানোর জন্য কেউ ছিল না, তাই তাঁকেই ব্যবস্থা নিতে হয়। এ ব্যাপারে সংসদেও অভিযোগ করবেন তিনি। অভিযোগকারীরা যেখানে খুশি গিয়ে হইচই করতে পারেন, তাঁর কোনও অসুবিধে নেই।
সুকুমার নামে যে কর্মীকে গায়কোয়াড় মারধর করেছেন বলে অভিযোগ, তিনি বলেছেন, সাংসদ তাঁর চশমা ভেঙে দিয়েছেন, সব বিমান কর্মীর সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তাঁকে। যদি এই সাংসদদের ব্যবহার ও সংস্কৃতি হয়, তাহলে ঈশ্বর আমাদের দেশকে রক্ষা করুন, মন্তব্য করেছেন তিনি।
দেখুন, এয়ার ইন্ডিয়া কর্মীর ওপর সেনা সাংসদের হামলার ভিডিও
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement