এক্সপ্লোর
এবার বিশ্বব্যাঙ্কও কমাল ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস

নয়াদিল্লি: আইএমএফের পর এবার বিশ্বব্যাঙ্ক ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস কমাল। বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস, ২০১৫-র ৮.৬ শতাংশ থেকে কমে ভারতের জিডিপি (মোট অভ্যন্তরীন উত্পাদন)-র হার কমে ২০১৭-তে হতে পারে ৭.৫ শতাংশ। নোট বাতিল ও জিএসটি রূপায়ণ জনিত কারনে জিডিপি-র হারের এই পতন ঘটতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক। এর পাশাপাশি বেসরকারি লগ্নির ক্ষেত্রে যে সব বাধা রয়েছে তার ফলে ভারতের আর্থিক বৃদ্ধি ব্যাহত হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে বিশ্বব্যাঙ্ক। গতকাল আইএমএফ ২০১৭-তে ভারতের ৬.৭ শতাংশ জিডিপির হারের পূ্র্বাভাস দিয়েছিল, যা আগের দুই দফার পূর্বাভাসের তুলনায় ০.৫ শতাংশ কম। চিনের বৃদ্ধির হার ভারতের তুলনায় কিছুটা বেশি ৬.৮ শতাংশ হবে বলে পূর্বাভাস আইএমএফের। দক্ষিণ এশিয়ার অর্থনীতি সম্পর্তে ষান্মাসিক রিপোর্টে বিশ্বব্যাঙ্ক বলেছে, নোট বাতিল ও জিএসটি চালুর প্রভাব ভারতের অর্থনীতিতে পড়েছে। এরফলেই চলতি অর্থবর্ষে জিডিপির হার কমে যেতে পারে। বেসরকারি লগ্নির সঙ্গে সরকারি ব্যয়ের ভারসাম্য রেখে সঠিক নীতি গ্রহণ করলে ২০১৮-তে ভারতের বৃদ্ধির হার বেড়ে ৭.৩ শতাংশে পৌঁছতে পারে বলেও রিপোর্টে মন্তব্য করা হয়েছে। বিশ্বব্যাঙ্ক বলেছে, ভারতের আর্থিক বৃদ্ধির হারের শ্লথগতি দক্ষিণ এশিয়ার বৃদ্ধির হারকেও প্রভাবিত করেছে। এরফলে পূর্ব এশিয়া পরে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে দক্ষিণ এশিয়া। বিশ্বব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, ভারতের জিডিপির হার ২০১৫-১৬-র ৮ শতাংশ থেকে কমে ২০১৬-তে ৭.১ শতাংশ এবং ২০১৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে তা আরও কমে হয়েছে ৫.৭ শতাংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















