এক্সপ্লোর
Advertisement
আরও কাজে যোগ দিন মেয়েরা, ভারতের বৃদ্ধি দু'সংখ্যার হবে, বলল বিশ্বব্যাঙ্ক
নয়াদিল্লি: কর্মরত জনসাধারণের মধ্যে মহিলাদের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে কেন্দ্রীয় সরকারকে। তাহলে ভারতের অর্থনীতির বৃদ্ধি দু'সংখ্যার হতে পারে। বিশ্বব্যাঙ্ক তাদের রিপোর্টে এ কথা বলল।
রিপোর্টে বলা হয়েছে, এ ধরনের সংস্কারে পরিবার পিছু আয় যেমন বাড়বে, তেমনই কমবে দারিদ্র্য। ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা সবেরই উন্নতি হবে।
এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতের গত ৩ বছরে ৭ শতাংশের আশপাশে আর্থিক বৃদ্ধি হয়েছে। কিন্তু ২০১১-১২ সালে মেয়ে কর্মীদের সংখ্যা কমে ২৭ শতাংশ হয়, যা রীতিমত উদ্বেগজনক। এঁদের মধ্যে কাজ ছাড়া এক তৃতীয়াংশ ১৫-২৪ বছর বয়সি, উচ্চ শিক্ষার লক্ষ্যে চাকরি ছাড়েন তাঁরা। কিন্তু বাকিরা ছাড়েন নির্মাণ ও পরিষেবা বিভাগে যথেষ্ট কাজের অভাবে।
এই পরিস্থিতির কথা উল্লেখ করে বিশ্বব্যাঙ্ক বলেছে, কলেজের ডিগ্রি থাকা প্রায় দুই তৃতীয়াংশ ভারতীয় মহিলা এই মুহূর্তে বেকার। শিক্ষিত বেকারদের এই হার ইন্দোনেশিয়া, ব্রাজিল এমনকী বাংলাদেশেরও ওপরে।
ওই রিপোর্টে বাংলাদেশের মত আরও মহিলাদের উৎসাহ দানকারী নীতি গ্রহণের জন্য কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে। যাতে মহিলা উদ্যোগপতিরা বেশি করে মহিলা কর্মী নিয়োগ করেন, বলা হয়েছে সে ব্যাপারে ব্যবস্থা নিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement