Nepal Flight Accident: বছরের শুরুতেই বিমান দুর্ঘটনা, রানওয়ে থেকে পিছলে গেল ফ্লাইট, অবরতণের সময়ই...
বুদ্ধ এয়ার এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে বলে জানিয়েছে।

কাঠমান্ডু: বছরের শুরুতেই বিমান দুর্ঘটনা। নেপালের ভদ্রপুরে অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে মাঠে এসে থামল বুদ্ধ এয়ারের একটি যাত্রীবাহি বিমান।
শুক্রবার রাতে ৯ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে ৫১ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য প্রত্যকেকেই নিরাপদে রয়েছেন। বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ভদ্রপুরে আসছিল। অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।
#FlightAlert
— Buddha Air (@AirBuddha) January 2, 2026
काठमाडौंबाट भद्रपुर उडान संख्या 901 जहाज 9N-AMF भद्रपुर विमानस्थलमा अवतरणका क्रममा रनवेबाट बाहिरिएको छ । सो जहाजमा 51 जना यात्रु रहेका थिए । यात्रु एवं चालक दल [४ जना] सबैजना सुरक्षित रहेका छन् ।
काठमाडौंबाट अर्को जहाजमा टेक्निकल एवं रिलिफ टिम पठाउन लागिएको छ ।
বুদ্ধ এয়ার এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে বলে জানিয়েছে। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAN) এই ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে।
জানান হয়েছে, বিমানটিতে আগুন ধরে গিয়েছিল, তবে তৎক্ষণাৎ তৎপরতার সঙ্গে সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনার পর ভদ্রপুর বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রানওয়ে থেকে বিমানটিকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
রাত আনুমানিক ৯:১০ মিনিট নাগাদ অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে প্রায় ২০০ মিটার বাইরে ছিটকে গিয়ে থেমে যায়। প্রাথমিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিমানের চাকা বা নিচের অংশে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শৈলেশ লিম্বু ছিলেন বিমানের ক্যাপ্টেন। কাঠমান্ডু-ভদ্রপুর রুটে এটি ছিল দিনের শেষ ফ্লাইট। শুক্রবার রাত ৮:২৩ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটি টেক অফ করে এবং রাত ৯:০৮ মিনিটে ভদ্রপুরে অবতরণ করছিল। সে সময়েই ঘটে দুর্ঘটনাটি।
নেপালের বিমান চলাচলের নিরাপত্তা রেকর্ড প্রায়শই তদন্তের মুখোমুখি হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে, সৌর্য এয়ারলাইন্সের একটি বোম্বার্ডিয়ার CRJ200LR কাঠমান্ডু থেকে উড়ানের পর বিধ্বস্ত হয়, এতে ১৯ জন আরোহীর মধ্যে ১৮ জন নিহত হন।






















