New Covid Wave: ভারতে কবে চতুর্থ ঢেউ? পূর্বাভাস আইআইটি কানপুরের গবেষকদের
New Covid Wave: ভারতে ফের কোভিড ঢেউ? অন্তত তেমন আশঙ্কার কথাই শোনাচ্ছে আইআইটি কানপুরের গবেষক দল।
কানপুর: ভারতে ফের কোভিড ঢেউ? অন্তত তেমন আশঙ্কার কথাই শোনাচ্ছে আইআইটি কানপুরের (iit kanpur) গবেষক দল। দেশে তৃতীয় ঢেউ ক্রমশ কমতে শুরু করেছে। ছন্দে ফিরছে সাধারণ জনজীবন। স্কুল-কলেজও খুলেছে। কিন্তু ফের আশঙ্কা গবেষকদের দাবি ঘিরে। কানপুর আইআইটির ওই গবেষক দলের দাবি, জুনের শেষদিকে ভারতে আসতে পারে কোভিড (covid) সংক্রমণের চতুর্থ ঢেউ। গবেষক দলটি জানিয়েছে, জুন থেকে শুরু হয়ে অক্টোবরের প্রায় শেষ পর্যন্ত দাপট দেখাতে পারে কোভিডের চতুর্থ ঢেউ (fourth wave)। যদিও তা কতটা মারাত্মক হবে, তা নির্ভর করবে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের চেহারা, দেশজুড়ে টিকাকরণের (vaccination) হাল এবং বুস্টার ডোজের হালহকিকতের উপর।
আইআইটি কানপুরের গবেষক দলটির দাবি, ভারতে মোটামুটি চার মাস ধরে চলবে কোভিডের চতুর্থ ঢেউ। গবেষণাপত্রে দেওয়া তথ্য অনুযায়ী ১৫ আগস্টের পর থেকে ৩১ আগস্ট পর্যন্ত শিখরে থাকবে কোভিড সংক্রমণের ঢেউ।
এর আগে কোভিড সংক্রমণের ঢেউ নিয়ে গবেষকরা যা বলে এসেছেন তা মোটামুটি মিলে গিয়েছে। কিছু ক্ষেত্রে অবশ্য সেই মডেল মেলেনি। আইআইটি কানপুরের ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স বিভাগের তরফে এই গবেষণা করা হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, রাশিবিজ্ঞানের একটি বিশেষ মডেল (statistical model) মেনে এই পূর্বাভাস করা হয়েছে। ভারতে প্রথম কোভিড সংক্রমণের দিন থেকে ৯৩৬ দিন পর শুরু হতে পারে কোভিডের চতুর্থ ঢেউ।
কতটা আশঙ্কা?
চতুর্থ ঢেউ কতটা ক্ষতিকর হতে পারে, তা নিয়ে স্পষ্ট বার্তা মেলেনি। তবে কোভিডের সঙ্গে লড়়াই করতে টিকাকরণ বাড়ানো মূল অস্ত্র বলে মনে করছেন গবেষকরা। টিকার বর্ম এবং নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতার উপরই নির্ভর করবে চতুর্থ ঢেউয়ের ধাক্কা দেওয়ার ক্ষমতা। রয়েছে আরও নানা শর্ত। মনে করিয়েছেন গবেষকরা।
নতুন ভ্যারিয়েন্ট?
নতুন কোভিড ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না গবেষকরা। অন্য কিছু গবেষণায় তেমনই ইঙ্গিত মিলেছে। ওমিক্রনও রূপ পরিবর্তন করতে পারে। অথবা আসতে পারে নতুন ভ্যারিয়েন্টও। মনে করছে বিজ্ঞানীরা।
আরও পড়ুন: BA.2 নিয়ে চিন্তা কম, আশা জাগিয়ে দাবি নয়া গবেষণায়
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )