RG Kar News: আর জি কর কাণ্ডে CBI-এর তদন্ত নিয়ে প্রশ্ন নিহত চিকিৎসকের মা- বাবার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই প্রেক্ষাপটে পরিবার থেকে আন্দোলনকারী চিকিৎসক...সবাই প্রশ্ন তুলেছেন CBI-এর তদন্ত নিয়ে। ফের সেই প্রশ্নই তুললেন নিহত চিকিৎসকের মা ও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। একাধিক প্রশ্ন তুলেছেন আমৃত্য়ু কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবীও।
প্রজাতন্ত্র দিবসের আগে আকাশে গ্রহের মার্চপাস্ট
প্রজাতন্ত্র দিবসের আগে আকাশে গ্রহের মার্চপাস্ট। একসঙ্গে দেখা গেল মঙ্গল, শুক্র, শনি, বৃহস্পতিকে। দূরবীনে বন্দি ইউরেনাস, নেপচুন। আরও এক মাস ৬ গ্রহের বিরল সহাবস্থান।
শেষরক্ষা হল না। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হল জলপাইগুড়ির প্রসূতি সান্ত্বনা রায় মাতব্বরের। আর তাঁর মৃত্যুর অন্যতম কারণ হিসেবে স্যালাইনকেই দায়ী করল পরিবার। ময়নাতদন্ত চেয়েও হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করল পরিবার। ঘটনার প্রতিবাদে এদিন উত্তরবঙ্গ মেডিক্য়ালের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।


















