এক্সপ্লোর
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নির্মলা মিশ্র
সূত্রের খবর, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছেন সঙ্গীতশিল্পী।

কলকাতা: অসুস্থ সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। নিউমোনিয়ার সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রবিবার ভর্তি করা হয় তাঁকে। সূত্রের খবর, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছেন এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। রবিবার রাতে বেশিমাত্রায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনই হাসপাতালে ভর্তি করতে বাধ্য হন পরিবারের লোক। ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, 'ও তোতা পাখিরে'-র মতো জনপ্রিয় বাংলা গানের শিল্পী তিনি। মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসুর যুগে নির্মলা মিশ্রের গানও মন কেড়ে নেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















