এক্সপ্লোর
স্বঘোষিত গুরু নিত্যানন্দ তৈরি করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ কৈলাস, গণেশ চতুর্থীর দিন আসছে কারেন্সি
এক ভিডিওয় নিত্যানন্দ নিজেই এ কথা জানিয়েছেন।

নয়াদিল্লি: তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মত অভিযোগ থাকলেও পলাতক ‘গুরু’ নিত্যানন্দের ভ্রুক্ষেপ নেই। উল্টে এবার এক ব্যাঙ্ক তৈরি করে ফেলেছেন তিনি, নাম রেখেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ কৈলাস। গণেশ চতুর্থীর দিন তাঁদের নিজস্ব কারেন্সি মুক্তি পাবে। এক ভিডিওয় নিত্যানন্দ নিজেই এ কথা জানিয়েছেন।
গত বছর ডিসেম্বরে নিত্যানন্দ দাবি করেন, নিজের এক দেশ তৈরি করেছেন তিনি, নাম রেখেছেন কৈলাস। এর নিজস্ব পতাকা, সংবিধান এবং প্রতীক আছে। তাঁর দাবি, এই কৈলাস বিশ্বের একমাত্র সার্বভৌম হিন্দু রাষ্ট্র, কৈলাসা ডট ওআরজি নামে ওয়েবসাইট খোলা হয়েছে। তাতে নিত্যানন্দ বলেছেন, নিজের দেশে ধর্মাচরণের অধিকার হারানো হিন্দুদের ঠিকানা এই সীমান্তহীন কৈলাস রাষ্ট্র।
নিত্যানন্দের আসল নাম রাজাশেখরণ। তামিলনাড়ুর এই বাসিন্দা ২০০০-এর শুরুতে বেঙ্গালুরুর কাছে একটি আশ্রম খোলেন। শোনা যায়, ওশো রজনীশ যা শেখাতেন, নিত্যানন্দেরও তা উপজীব্য ছিল। ২০১০-এ এক অভিনেত্রীর সঙ্গে তাঁর গোপন ভিডিও ভাইরাল হওয়ার পর ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। কর্নাটকে তাঁর নামে একটি ধর্ষণের মামলা দায়ের হওয়ার পর পাসপোর্ট ছাড়াই নিরুদ্দেশ হন তিনি।
তাঁর আমদাবাদের আশ্রম থেকে দুটি মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর ধর্ষণ ও অপহরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আশ্রম চালানোর জন্য অর্থ জোগাড় করতে ছোট ছেলেমেয়েদের অপহরণ ও জোর করে ধরে রাখার অভিযোগ রয়েছে। আধ্যাত্মিকতা শিক্ষা দেওয়ার নামে ধর্ষণেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ফরাসি প্রশাসনও ৪,০০,০০০ ডলার জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খেলার
ব্যবসা-বাণিজ্যের
ইন্ডিয়া
Advertisement
