এক্সপ্লোর
Advertisement
জন্মদিনের পার্টির জন্য ঘর অকুলান? আস্ত মেট্রোটাই ভাড়া নিয়ে নিন না
নয়ডা-গ্রেটার নয়ডার বাসিন্দাদের জন্য এই সুবিধে দিচ্ছে এনএমআরসি।
নয়াদিল্লি: দিল্লি-এনসিআরে থাকেন? এবার থেকে পার্টির জন্য উপযুক্ত ঘরের সন্ধানে আর টেনশন করতে হবে না। গোটা মেট্রোটাই আপনার জন্য ছেড়ে দিচ্ছে নয়ডা মেট্রো রেল কর্পোরেশন বা এনএমআরসি। শুধু মেট্রো কোচ নয়, চাইলে ভাড়া নিতে পারবেন পুরো ট্রেনটাই।
নয়ডা-গ্রেটার নয়ডার বাসিন্দাদের জন্য এই সুবিধে দিচ্ছে এনএমআরসি। নয়ডা প্রাধিকরণের সিইও ঋতু মহেশ্বরী বলেছেন, এর পর আর নয়ডার বাসিন্দাদের হোটেল, রিসর্ট বা অন্য জায়গা ভাড়া করার জন্য ছুটতে হবে না। তাঁরা নয়ডা মেট্রো কোচ বা গোটা ট্রেনই দিন অথবা রাতের জন্য বুক করতে পারেন।
কোচ পিছু ঘণ্টায় ৫ থেকে ১০,০০০ টাকা জমা দিতে হবে। ওই দাম অনুযায়ী হবে গোটা ট্রেনের বুকিং। সাজানো গোছানো কোচ চাইলে লাগবে ঘণ্টায় ১০,০০০ টাকা আর সাদামাটা হলে ঘণ্টায় ৫,০০০। তবে পার্টি করতে হবে মেট্রোর গাইডলাইন মেনে, ৫০-এর বেশি লোক পার্টিতে থাকতে পারবেন না। বুকিংয়ের জন্য আবেদন করতে হবে ১৫ দিন আগে। সিকিউরিটি ডিপোজিট ২০,০০০ টাকা প্রথমেই একবারে দিতে হবে। এনএমআরসি দেবে একটি ডাস্টবিন ও একজন হাউসকিপিং কর্মী। বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত ও রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত মেট্রো বুক করা যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement