এক্সপ্লোর
Advertisement
করোনা আবহে উত্তরপ্রদেশে প্যান্ডেল করে দুর্গাপুজো হবে না এবছর, ঘরে প্রতিমা বসিয়ে পুজো করার আবেদন আদিত্যনাথের
দুর্গাপুজো উপলক্ষ্যে কোনও শোভাযাত্রা, পদযাত্রা বের করা যাবে না, হবে না মেলাও।
নয়াদিল্লি: উত্তরপ্রদেশ সরকার নোভেল করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে দুর্গাপুজো উপলক্ষ্যে কোনও প্রকাশ্য অনুষ্ঠান করা যাবে না বলে সিদ্ধান্ত নিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে প্রকাশ্য স্থানে, রাস্তায় প্যান্ডেল করে দুর্গাপুজোর অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন। তিনি ঘরে বসে দেবী দুর্গার আরাধনা করার আবেদন করেছেন রাজ্যবাসীকে। বাড়িতে দুর্গামূর্তি বসানোর কথাও বলেছেন। দুর্গাপুজো উপলক্ষ্যে কোনও শোভাযাত্রা, পদযাত্রা বের করা যাবে না, হবে না মেলাও।
রাজ্যে রামলীলাও পালন করতে হবে কোভিড-১৯ গাইডলাইন মেনে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে রামলীলা আয়োজনের পুরানো প্রথায় কোভিড-১৯ অতিমারীর জন্য ছেদ পড়বে না বলে আশ্বস্ত করেছেন তিনি, তবে এও জানিয়েছেন, একসঙ্গে রামলীলা দর্শনে ১০০-র বেশি লোকের সমাবেশ হওয়া চলবে না। কোভিড-১৯ সংক্রমণ যাতে না ছড়ায়, সেজন্য রামলীলা কমিটিগুলিকে সামাজিক দূরত্ববিধি মানতে হবে, হাত স্যানিটাইজ করা, মাস্ক পরা, পরিচ্ছন্নতা বিধি কঠোর ভাবে পালন করতে হবে সাধারণ মানুষকে।
লখনউয়ে পুজো সমিতিগুলি রাজ্য সরকারের গাইডলাইনের অপেক্ষায় ছিল, তবে অধিকাংশ সমিতিই ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে, নোভেল করোনাভাইরাস অতিমারীর পরিপ্রেক্ষিতে তারা নমো নমো করে পুজো সারবে, প্রতীকী পুজো হবে। সেখানকার বাঙালিদের একটি সংগঠনের তরফে জানানো হয়েছে, ছোট প্রতিমা হবে। জনসমাগম নিয়ন্ত্রণ করা হবে। প্রতিদিনের পুজোয় ১০ জনের বেশি থাকবেন না। তাছাড়া আমজনতাকে ভোগ বন্টনও বন্ধ রাখা হচ্ছে।
এর আগে মধ্যপ্রদেশ সরকার জানায়, রাজ্যে দুর্গাপুজো হবে, তবে প্যান্ডেল এমনভাবে বানাতে হবে যাতে ১০০-র বেশি লোক না ধরে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement