বাড়ির বাইরে বেরলে মাস্ক বাধ্যতামূলক উত্তরপ্রদেশে, লঙ্ঘন করলেই কঠোর শাস্তি, নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের
"ম্যান্ডামাস" কার্যকর করতে পুলিশকে অবিলম্বে টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে আদালত
প্রয়াগরাজ: মাস্ক ব্যতীত কেউ যেন বাড়ির বাইরে না বের হন। মাস্ক এমনভাবে পরতে হবে, যাতে মুখ ও নাক সম্পূর্ণভাবে ঢাকা পড়ে। উত্তরপ্রদেশের জন্য এই নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
"ম্যান্ডামাস" বা ওই নির্দেশ কার্যকর করতে পুলিশকে অবিলম্বে টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। কোয়ারেন্টিন সেন্টারে আরও ভাল পরিবেশ দাবি করে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানি চলছিল। সেখানেই, বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও বিচারপতি অজিত কুমার নির্দেশ দেন, বর্তমানের তুলনায় প্রত্যেক টাস্ক ফোর্সে আরও বেশি সংখ্যক পুলিশকর্মী অন্তর্ভুক্ত করা হবে।
আদালতের হুঁশিয়ারি, এই "ম্যান্ডামাস" বা নির্দেশ লঙ্ঘন করলে, কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। আদালত জানিয়েছে, পুলিশ-প্রশাসন বলতে পারে না যে, মাস্ক না পরার জন্য মানুষকে তো দোষ দেওয়া যায় না। তারা বলতে পারে না, আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও মানুষকে মাস্ক পরতে বাধ্য করা যায়নি।
আদালত জানিয়েছে, মানুষ ও প্রশাসনকে বুঝতে হবে, মাস্ক পরাটা শুধু যিনি পরেছেন, তাঁর সুরক্ষার্থে নয়, এটা গোটা সমাজের কাছেই সমান গুরুত্বরপূর্ণ। ফলে, যদি কেউ সমাজের বিরুদ্ধে অপরাধ করে, তাহলে তাকে শাস্তি পেতে হবে।
নির্দেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে বিভিন্ন আইনের ধারা মোতাবেক যথাযথ ব্যবস্থাগ্রহণের রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতিরা জানান, পুরসভা কমিশনার ও জোনাল অফিসারদের কাছে রিপোর্ট জমা দেবেন আদালত নিযুক্ত অ্যাডভোকেট কমিশনাররা।
উপরন্তু, প্রাত্যহিক রিপোর্ট ই-মেল করে জমা দেওয়া যাবে হাইকোর্টের লিগাল সেলের রেজিস্ট্রারকে। পাশাপাশি তা একইসঙ্গে পাঠানো যাবে অতিরিক্ত অ্যাডভোক্যাট জেনারেল।
আদালত জানিয়েছে, চিকিৎসা পরিষেবা সকলের কাছে পৌঁছনো উচিত। এই ক্ষেত্রে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তাদের উচিত অসুস্থদের প্রতি সমব্যথী হওয়া উচিত।