এক্সপ্লোর
‘উল্লেখযোগ্য অবদান’: অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন প্রধানমন্ত্রীর
সুইডিশ অ্যাকাদেমি বিবৃতিতে বলেছে, দুটি দশকে ওঁদের পরীক্ষানির্ভর দৃষ্টিভঙ্গি উন্নয়নমূলক অর্থনীতিকে বদলে দিয়েছে। উন্নয়নমূলক অর্থনীতি এখন এক বিকাশমান গবেষণার ক্ষেত্র।

নয়াদিল্লি: অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অর্থনীতিতে নোবেল পুরস্কারের সম্মানপ্রাপ্তির জন্য বঙ্গসন্তানকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইটে দারিদ্র্য দূরীকরণে তাঁর 'উল্লেখযোগ্য অবদানে'র কথা বলেছেন প্রধানমন্ত্রী।
Congratulations to Abhijit Banerjee on being conferred the 2019 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel. He has made notable contributions in the field of poverty alleviation.
— Narendra Modi (@narendramodi) October 14, 2019
I also congratulate Esther Duflo and Michael Kremer for wining the prestigious Nobel.
— Narendra Modi (@narendramodi) October 14, 2019
১৯৬১ সালে ভারতে জন্ম এই অর্থনীতিবিদের। কলকাতার পর তিনি দিল্লির জেএনইউয়ে পড়াশোনা করেছেন। ১৯৮৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। তাঁর সঙ্গে যৌথভাবে নোবেল পাচ্ছেন তাঁর স্ত্রী এস্থার ডাফলো ও মিশেল ক্রেমার। দুনিয়াব্যাপী গরিবি হঠাতে তাঁদের পরীক্ষানিরীক্ষামূলক দৃষ্টিভঙ্গির জন্যই তিনজনকে এই পুরস্কার, জানিয়েছে নোবেল কমিটি। অভিজিত্ বিনায়কের পাশাপাশি বাকিদেরও অভিনন্দন জানিয়েছেন মোদি। সুইডিশ অ্যাকাদেমি বিবৃতিতে বলেছে, দুটি দশকে ওঁদের পরীক্ষানির্ভর দৃষ্টিভঙ্গি উন্নয়নমূলক অর্থনীতিকে বদলে দিয়েছে। উন্নয়নমূলক অর্থনীতি এখন এক বিকাশমান গবেষণার ক্ষেত্র। Congratulations #AbhijitBanerjee on being awarded the 2019 Nobel Prize for your contribution for easing poverty. #JNU Also wishing Esther Duflo and Michael Kremer. #NobelPrize2019
— Nirmala Sitharaman (@nsitharaman) October 14, 2019
অভিজিত্ বিনায়ককে ট্যুইটে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। গরিবি হ্রাসে আপনার অবদানের জন্য ২০১৯ এর নোবেল পুরস্কারের জন্য বাছাই হওয়ায় অভিজিত্ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। জেএনইউ এস্থার ডাফলো ও মিশেল ক্রেমারকেও শুভেচ্ছা জানাচ্ছে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















