'দেবীর আদেশ! করোনা থামাতে', নরবলি দিল ওড়িশার পুরোহিত
ওই ব্যক্তির দাবি, ঈশ্বরের আদেশেই সে এই কাজ করেছে। তাকে নাকি দেবীই বলেন, নরবলি দিলেই বিশ্ব থেকে করোনা ঘুচে যাবে।
ভুবনেশ্বর: নরবলিই শেষ করতে পারে অতিমারীর বাড়বাড়ন্ত! এমন ধারণা থেকে এক ব্যক্তির মাথা কাটল ওড়িশার এক বৃদ্ধ। পেশায় পুরোহিত ওই ব্যক্তি মন্দিরে নিজে হাতে গলা কাটল বছর ৫৫-র একজনের। পুলিশ সূত্রের খবর, সনসারি ওঝা নামে ওই ব্যক্তি ওড়িশার কটকের বান্ধাহুদা এলাকার ব্রহ্মাণী মন্দিরে পৌরহিত্য করত। ওই ব্যক্তির দাবি, ঈশ্বরের আদেশেই সে এই কাজ করেছে। তাকে নাকি দেবীই বলেন, নরবলি দিলেই বিশ্ব থেকে করোনা ঘুচে যাবে। বুধবার সরোজ কুমার ওঝা নামক এক ব্যক্তি আসেন মন্দিরে। তিনি যখন নিচু হয়ে প্রণাম করছিলেন, তখনই পেছন থেকে এসে ওই পুরোহিত ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা কেটে দেয়। আথাগড়ের পুলিশ আধিকারিক, অলোকরঞ্জন রায় জানিয়েছেন, নরহত্যার পর পুরোহিত নিজে এসেই আত্মসমর্পণ করে। সূত্রের খবর, মৃত ব্যক্তির সঙ্গে একটি আমবাগান নিয়ে ওই পুরোহিতের দীর্ঘ শত্রুতা ছিল। মন্দির থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।