Narendra Modi : 'গত ৭০ বছরে যা হয়নি আপনার কার্যকালে হয়েছে', ওম বিড়লাকে আর কী কী বললেন মোদি?
Modi On Om Birla : 'করোনার সময় আপনি প্রতি সাংসদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছেন। তাদের স্বাস্থ্যের হালের খোঁজ নিয়েছেন। কেউ অসুস্থ হলে লাগাতার তার খোঁজ নিয়েছেন।' ওম বিড়লার প্রশংসায় মোদি
নয়াদিল্লি : ফের লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। ভারতের সংসদের ইতিহাসে এই দ্বিতীয় বার স্পিকার পদের জন্য হল ধ্বনিভোট । জয় পেলেন এনডিএ প্রার্থী। পরপর দু'বার স্পিকার হলেন ওম বিড়লা। ১৯৮৫ সালে কংগ্রেসের বলরাম জাখর দুইবার লোকসভার অধ্যক্ষ পদে বসেছিলে। তারপর আবার ওম বিড়লা দুইবার পরপর স্পিকার হলেন। তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাহুল গাঁধী উভয়েই।
মোদি বললেন, 'শাস্ত্রে কথিত আছে বিনম্র ও মিষ্ট স্বাভাবের ব্যক্তি সব সময় সফল হন। আপনার কাঁধে অনেক বড় দায়িত্ব। আপনি সদর্থক ভূমিকা নেবেন আশা করি। স্পিকার পদের জন্য লড়াই ভারতের ইতিহাসে বিরল। সেই কথা মনে রেখেই মোদি বললেন, 'গত ২০ বছরে বেশিরভাগ ক্ষেত্রে স্পিকার পদের জন্য লড়াই হয়নি। বা লড়লেও জয়ী হননি। আপনি জয়ী হয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন। '
ওম বিড়লার কাজের প্রশংসা করে মোদি বললেন, 'একজন সাংসদ হিসেবে আমি বলব, আপনি সাংসদ হিসেবে যে ভাবে কাজ করেছেন, তার থেকে অনেক কিছু শেখার আছে, যা আমাদের তরুণ সাংসদের অনুপ্রেরণা দেবে। আপনি আপনার নির্বাচনী এলাকায় প্রসূতি ও নবজাতদের জন্য যে ব্যবস্থা করেছেন তা প্রশংসনীয়।' নব নির্বাচিত স্পিকারের কাজের প্রশংসা করে তিনি বললেন, 'আপনি গরিবদের সেবায়ও প্রচুর কাজ করেছেন। আপনার গত ৫ বছরের কার্যকাল সংসদীয় ইতিহাসের স্বর্ণযুগ। এই সময়কালে সংসদে বহু ঐতিহাসিক কাজ হয়েছে। এই বিষয়গুলি সংসদের ইতিহাসে লেখা থাকবে।'
'ভারতকে দিশা দেওয়াতে আপনার কার্যকালের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে এ সময়। দেশের জন্য মজবুত ভিত তৈরি করেছে এই সব বিল। গত ৭০ বছরে যা হয়নি আপনার কার্যকালে তা করে দেখানো হয়েছে। আমার বিশ্বাস দেশ এই নিয়ে গৌরব করবে। '
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ ভারতে আধুনিক বানাতে তৎপর। নতুন সংসদ ভবন আমৃতকালের ভবিষ্যত লেখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমবার আপনি সাংসদের ব্রিফিংয়ের ব্যবস্থা করেছেন। জি২০ ভারতের সফলতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি জি২০ ভুক্ত দেশগুলির স্পিকারদের নিয়ে পি২০র আয়োজন করেন। যা ভারতে গৌরবকে কয়েকগুন বাড়িয়েছে। এই সংসদ ১৪০ কোটি দেশবাসীর আশার কেন্দ্র। করোনার সময় আপনি প্রতি সাংসদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছেন। তাদের স্বাস্থ্যের হালের খোঁজ নিয়েছেন। কেউ অসুস্থ হলে লাগাতার তার খোঁজ নিয়েছেন। করোনার সময় সংসদে, ১০৭ শতাংশ প্রোডাক্টিভিটি, নজিরবিহীন। আপনাকে অনেক শুভেচ্ছো'
এদিন ধ্বনি ভোটে জয়ের পর ওম বিড়লাকে শুভেচ্ছা জানান রাহুল গাঁধীও। 'বিরোধীরাই দেশের কণ্ঠস্বর। বিরোধীদের বলার সুযোগ দিয়ে, সংবিধানের মর্যাদা রক্ষা করুন।' ওম বিড়লাকে আর্জি জানালেন রাহুল গাঁধী। স্পিকারের কাছে নিরপেক্ষ ভূমিকা পালনের আবেদন জানালেন অখিলেশ যাদব।
আরও পড়ুন: ডাম্পার আটকে তোলা হচ্ছে টাকা! সামনে দাঁড়িয়েও 'দেখতে পেল না' পুলিশ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।