India, Omicron Cases Tally: দেশে মোট ওমিক্রন আক্রান্ত ২৩, মুম্বইয়ে খোঁজ আরও ২, মহারাষ্ট্রে সংখ্যা বেড়ে ১০
India, Omicron Cases Tally: জোহানেসবার্গ ফেরত মহিলার শরীরে করোনার (Corona) নতুন ভ্যারিয়েন্ট। আমেরিকা ফেরত এক ব্যক্তির দেহেও ওমিক্রনের খোঁজ। উপসর্গহীন আক্রান্ত, নিয়েছিলেন ফাইজারের টিকা
![India, Omicron Cases Tally: দেশে মোট ওমিক্রন আক্রান্ত ২৩, মুম্বইয়ে খোঁজ আরও ২, মহারাষ্ট্রে সংখ্যা বেড়ে ১০ Omicron Corona Cases India 6 December 2021 update Delhi Rajasthan Maharashtra reported 23 Omicron cases India tally at 21 India, Omicron Cases Tally: দেশে মোট ওমিক্রন আক্রান্ত ২৩, মুম্বইয়ে খোঁজ আরও ২, মহারাষ্ট্রে সংখ্যা বেড়ে ১০](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/06/17920d7e365c119546b84a28121029c3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আরও বাড়ল দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তর সংখ্যা। ফের মুম্বইয়ে আরও ২ ওমিক্রন আক্রান্তর হদিশ। জোহানেসবার্গ ফেরত মহিলার শরীরে করোনার (Corona) নতুন ভ্যারিয়েন্ট। আমেরিকা ফেরত এক ব্যক্তির দেহেও ওমিক্রনের খোঁজ। উপসর্গহীন আক্রান্ত, নিয়েছিলেন ফাইজারের টিকা, সূত্রের খবর। শুধু মহারাষ্ট্রেই ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে ১০। দেশে ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে ২৩।
সোমবার নেপাল (Nepal) সরকারের তরফে জানিয়ে দেওয়া হল সেখানে দুই ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নেপাল করোনাভাইরাসের (Coronavirus) ওমিক্রন রূপের দুটি কেস চিহ্নিত করেছে। এঁদের মধ্যে এক ৬৬ বছর বয়সি এক বিদেশি। যিনি ১৯ নভেম্বর নেপালে প্রবেশ করেছিলেন। মনে করা হচ্ছে তিনি করোনার এই নয়া রূপের বাহক ছিলেন এবং ওই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রয়েছে এমন এক ৭১ বছর ব্যক্তির দেহেও ওমিক্রন পাওয়া গিয়েছে। যদিও নেপাল সরকারের তরফে ওই দুই ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানান হয়নি।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, "ওই দুই ব্যক্তিদের আইসোলেটেড করে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।" এই দুই ব্যক্তির সঙ্গে আরও ৬৬ জন সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সনাক্ত করা হয়েছে। যদিও সকলেই তারা কোভিড নেগেটিভ। ইতিমধ্যেই নেপাল ওমিক্রন উদ্বেগে আফ্রিকার আটটি দেশ এবং হংকং থেকে সে দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।
এদিকে, গতকালের তুলনায় অনেকটাই কমল করোনা সংক্রমণ (Covid-19)। সোমবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৬৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের (Corona Affected) সংখ্যা বেড়ে হল ১৬,১৯,৭২২ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৬২০ জন। আজকের হিসেবে রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৫৯০ জন। যা গতকালের তুলনায় ৯ জন বেশি।
অন্যদিকে এই সময় পর্বে রাজ্যে করোনা (Corona) সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১০ জন। অর্থাৎ আজ ১ জন হলেও রাজ্য়ে মৃতের সংখ্যা কম। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য়ে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ১৯,৫৫৩ জন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)