এক্সপ্লোর
Advertisement
ধর্মঘটের দিনই কৃষি আইন বোঝাতে সিঙ্গুরে কৃষকদের ঘরে লকেট, ধন্দ কাটল না
কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরুদ্ধে বৃহস্পতিবার বনধ পালন করছে বাম এবং কংগ্রেসের ১৬টি শ্রমিক সংগঠন। আর এদিনই হুগলির কৃষকদের বাড়িতে গিয়ে কৃষি আইন বোঝালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
হুগলি: পাখির চোখ বিধানসভা নির্বাচনের দিকে। তার আগে মানুষের কাছে পৌঁছে যেতে চাইছে শাসক এবং শাসক-বিরোধী সব দলই। জনতা-জনার্দনের কাছের মানুষ হিসাবে নিজেদের তুলে ধরতে চাইছে সব শিবির। এই লক্ষ্য়ে এবার কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের বোঝালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কৃষকের বাড়িতে পাত পেড়ে খেলেন বিজেপি নেত্রী। শুধু তাই নয়, বামেদের ডাকা বনধকেও কটাক্ষ করলেন তিনি।
কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরুদ্ধে বৃহস্পতিবার বনধ পালন করছে বাম এবং কংগ্রেসের ১৬টি শ্রমিক সংগঠন। আর এদিনই হুগলির কৃষকদের বাড়িতে গিয়ে কৃষি আইন বোঝালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সিঙ্গুরের আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। এরপরই লকেটকে তোপ দাগে তৃণমূল।
এদিন তৃণমূল বিধায়ক বেচারাম মান্না কটাক্ষের সুরে বলেন, মাঠে নেমে অভিনয় করছেন লকেট। এরাজ্যেই কৃষকরা সবচেয়ে ভাল আছেন। বিজেপি নেত্রীকে ধরাছোঁয়ার মধ্যে পেয়ে খুশি কৃষকরা। এদিকে লকেটকে পেয়ে খুশি কৃষকরা। কৃষক লক্ষ্মী নারায়ণ দাস বলেন, ভালই লাগছে। উনি খাওযা দাওয়া করায় খুশি। আমি আগে সিপিএম করতাম। কেউ আসেনি। স্থানীয় কৃষক সুনীল ঘোষের কথায়, যদি লিজ নিয়ে চাষ করলে ভাল হয় তাহলে এই আইনে চাষীরা লাভবান হবে। তবে অন্য় ছবিও আছে। কৃষি আইন নিয়ে ধন্ধে অনেক কৃষকরাই। কৃষক মনোজ বৈতাল বলেন, এই আইন কার্যকর না হলে বোঝা যাবে না। তবে বুঝতে পারছি যে বাজার যাচাই করে ফসল বেচতে পারব না।
এদিকে লকেটের বক্তব্য়, সিঙ্গুরের উপর ভর করে যাঁরা ক্ষমতায় এসেছে। তাঁরা টাকার মালিক হয়েছে। কিন্তু কৃষকের অবস্থা যা থাকার তাই রয়েছে। এখানকার কৃষকরা আমাদের সঙ্গে আছে। আমরা ক্ষমতায় এলে কৃষিও করব আর শিল্পও করব। বামেদের ডাকা বনধ প্রসঙ্গে লকেট বলেন, মাঙ্কি ক্যাপ পরে মিছিল করে কিছু করা যাবে না। নতুন প্রজন্ম মোদীর দিকে তাকিয়ে আছেন। পঞ্জাবে অনেকের অনেক জমি ছিল। কৃষি আইনের ফলে সেই টাকা আর আসবে না। তাই আন্দোলন করছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
উত্তর ২৪ পরগনা
Advertisement